ভিডিও বৃহস্পতিবার, ২২ মে ২০২৫

সাবেক এমপি মমতাজ মানিকগঞ্জের আদালতে

সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: মানিকগঞ্জের সিংগাইরে ২০১৩ সালে চারজনকে গুলি করে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলার শুনানিতে অংশ নিতে সাবেক এমপি ও কণ্ঠশিল্পী মমতাজ বেগমকে মানিকগঞ্জের আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ মে) সকালে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মানিকগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আনা হয়।শুনানিতে তার পক্ষে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন খোরশেদ আলম ও জাহিদ খান উজ্জ্বল। এর আগে চার দিনের রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠান ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। মমতাজ বেগম ২০০৮ সালে আওয়ামী লীগের মনোনয়নে সংরক্ষিত নারী আসন থেকে প্রথমবার এমপি নির্বাচিত হন। পরে ২০১৪ ও ২০১৮ সালে মানিকগঞ্জ-২ আসন থেকেি এমপি নির্বাচিত হন। তবে ২০২৪ সালের নির্বাচনে দলের বিদ্রোহী প্রার্থী জাহিদ আহমেদ টুলুর কাছে পরাজিত হন।

আরও পড়ুন

বর্তমানে তিনি সিংগাইর উপজেলা আওয়ামী লীগের সভাপতি। তার বিরুদ্ধে পরিবহন চাঁদাবাজি, টেন্ডারবাজি, নিয়োগ ও পদ বাণিজ্যের অভিযোগ ছাড়াও হত্যা, হামলা ও ভাঙচুরের একাধিক মামলা রয়েছে মানিকগঞ্জ এবং ঢাকার বিভিন্ন থানায়। এমপি থাকাকালে জিয়াউর রহমানকে নিয়ে বিতর্কিত বক্তব্য এবং সংসদ অধিবেশনে গান গেয়ে তিনি আলোচনায় আসেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইউক্রেনের সেনা বিতাড়নের পর প্রথমবার কুরস্ক পরিদর্শনে পুতিন

পঞ্চগড় সীমান্তে ১৩ শিশুসহ ২১ জনকে পুশইন

৬ দিনের রিমান্ডে মমতাজ

মোস্তাফিজদের বিদায় করে প্লে-অফে মুম্বাই

উচ্চ আদালতের রায়ে জনগণের বিজয় হয়েছে : মির্জা ফখরুল

জয়পুরহাটে ট্রেন চলাচল স্বাভাবিক