দিনাজপুরের নবাবগঞ্জে মা-মেয়েকে রাস্তায় ফেলে দিয়ে চলে গেল ট্রাক

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে চলন্ত অজ্ঞাত একটি ট্রাক অজ্ঞান অবস্থায় মা ও মেয়েকে রাস্তার ওপর ফেলে দিয়ে চলে গেছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার বিকেলে গোবিন্দগঞ্জ-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে নবাবগঞ্জ উপজেলার মতিহারা বাজারের পশ্চিম পাশে। মতিহারা গ্রামের মোতালেব হোসেন নামে এক ব্যক্তি তাদেরকে উদ্ধার করে সন্ধ্যা ৭টার দিকে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে তৎক্ষণাৎ ছড়িয়ে পড়ে।
নবাবগঞ্জ থানার এসআই নিহার রঞ্জন জানান, উদ্ধার করা মা-মেয়ের পরিচয় পাওয়া গেছে। তারা লালমনিরহাটের সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়ন এলাকার বৈরাগী গ্রামের জয়নাল আবেদিনের স্ত্রী লিপি আকাতার (৩৫) ও তার মেয়ে লিমা আক্তার (১৭)।
আরও পড়ুনতাদের স্বজনেরা এসেছেন। তাদের ভাষায় মা ও মেয়ে এলেঙ্গা থেকে ওই ট্রাকে উঠেছিল। তারপর তাদের সাথে কি হয়েছে জানা যায়নি। মা মেয়ে চিকিৎসাধীন আছে। জ্ঞান ফিরলে সব জানা যাবে।
মন্তব্য করুন