ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

সৃজিতের প্রেমের গুঞ্জনে যা বললেন মিথিলা

সৃজিতের প্রেমের গুঞ্জনে যা বললেন মিথিলা, ছবি: সংগৃহীত।

বিনোদন ডেস্ক : বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছে ওপার বাংলার নির্মাতা সৃজিত মুখার্জি নাকি প্রেম করছেন। তার কথিত প্রেমিকা আর কেউ নন, অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়। সাম্প্রতিক সময়ে তাদের দুজনকে বেশ অনেকবারই একসঙ্গে দেখা গেছে, যার প্রেক্ষিতে এই গুঞ্জন চাউর হয়েছে। সেই গুঞ্জন আরো উসকেছে শারদীয় দুর্গোৎসবে, গতকাল সুস্মিতার সঙ্গে তোলা কয়েকটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সৃজিত।

সৃজিত মুখার্জির সঙ্গে রাফিয়াত রশিদ মিথিলার দূরত্ব নিয়ে সাম্প্রতিক সময়ে অনেক আলোচনা দেখা গেছে। একসঙ্গে দুজনের ছবিও খুব একটা দেখা যায় না। ২০২৪ সালের জুলাইয়ের পর মিথিলা আর কলকাতা যাননি। 

এক বেসরকারি টেলিভিশনের এক অনুষ্ঠানে অভিনেত্রী মিথিলার কাছে জানতে চাওয়া হয়, কেন যাননি? এর উত্তরে মিথিলা বলেন, ‘ভিসা নাই।’ এর পরই তার কাছে প্রশ্ন রাখা হয়, অনেকে বলছেন, সৃজিত মুখার্জি এখন আর আপনার হাজব্যান্ড (স্বামী) নয়-আপনি কী বলবেন? এর উত্তরে মিথিলা বলেন, ‘এটা তো যারা বলছে, তারা বলছে। আমি কিছুই বলব না।’ এরপর উনি কি এখনো আপনার স্বামী? এমন প্রশ্নের জবাবে মিথিলা বলেন, ‘হ্যাঁ’। পাসপোর্টে তার নামটি আছে? মাথা নেড়ে মিথিলা বলেন, ‘হ্যাঁ।’ এর আগে তাহসান খানের সঙ্গে বিচ্ছেদের পর ২০১৯ সালের ডিসেম্বরে সৃজিতকে বিয়ে করেন মিথিলা। বিয়ের পর মেয়ে আইরাকে নিয়ে কলকাতায় থিতু হয়েছিলেন। আইরাকে কলকাতার স্কুলে ভর্তি করিয়েছিলেন। তবে দুই বছর ধরে মেয়েকে নিয়ে ঢাকায় রয়েছেন তিনি।

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রাথমিক শর্ত পূরণে নিবন্ধন পাচ্ছে এনসিপি

চলতি বছরে ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ২০০ কাছাকাছি

ভোট বানচালের চক্রান্তে সরকার সর্বোচ্চ সতর্ক: প্রেস সচিব

বগুড়ায় যুবদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

বগুড়া আদমদীঘিতে সড়ক দুর্ঘটনায় মা ও শিশু কন্যা নিহত, আহত-৫

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০