ভিডিও মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইক চালকের লাশ উদ্ধার

বগুড়ার নন্দীগ্রামে ইজিবাইক চালকের লাশ উদ্ধার, ছবি: সংগৃহীত।

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার নন্দীগ্রামে রিপন আকন্দ (৫০) নামের এক ইজিবাইক চালকের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সকালে উপজেলার বুড়ইল ইউনিয়নের নুন্দহ ফাজিল ডিগ্রি মাদ্রাসরা পাশের জঙ্গল থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রিপন শেরপুর উপজেলার গাড়িদহ ইউনিয়নের হাটগাড়ি তালপট্টি গ্রামের বদিউজ্জামানের ছেলে। 

স্থানীয় সূত্র জানায়, সকালে কয়েকজন কৃষক মাঠে কাজ করতে গিয়ে জঙ্গলের ভেতর লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসীকে জানান। পরে পুলিশে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। 

নিহতের ভাই নান্নু আকন্দ বলেন, সোমবার রাত ৮টার দিকে রিপন তার ভাড়ায় চালিত ইজিবাইকে তিনজন যাত্রী নিয়ে গাড়িদহ থেকে বের হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সকাল থেকে আমরা পরিবারের লোকজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করি। পরে আমরা শাজাহানপুর উপজেলার জামাদারপুকুর এসে জানতে পারি নুন্দহ এলাকায় একটি অজ্ঞাত লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে গিয়ে দেখি সেটি আমার ভাই রিপনের লাশ। তিনি আরও বলেন, রিপনকে হত্যা করে তার ইজিবাইক ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। আমরা আমার ভাইয়ের হত্যার বিচার চাই। 

এ বিষয়ে নন্দীগ্রাম সার্কেলের সহকারী পুলিশ সুপার নুরুজ্জামান চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাটি আমরা তদন্ত করছি। 

আরও পড়ুন

 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাকিস্তানে ভয়াবহ বোমা হামলায় নিহত ১০

গাজার অন্তর্বর্তী সরকারের প্রধান হবেন ট্রাম্প!

সৃজিতের প্রেমের গুঞ্জনে যা বললেন মিথিলা

 নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী অলির ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা

ছয় বছর পর বড় পর্দায় ফিরছেন পপি 

ভারতকে এশিয়া কাপ ট্রফি দিতে রাজি এসিসি, তবে......