বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে যুবলীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনট উপজেলায় আওয়ামী লীগের মশাল মিছিল থেকে যুবদল নেতার ওপর ককটেল হামলার অভিযোগে করা মামলায় গোলাম মোস্তফা (৪৫) নামে এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গোলাম মোস্তফা উপজেলার কুড়িগাতী গ্রামের শাহজাহান আলীর ছেলে। সে মথুরাপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি। গতকাল মঙ্গলবার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করে।
আরও পড়ুনথানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল আলম বলেন, এ মামলার অন্য আসামিদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। আজ বুধবার (২১ মে) দুপুরে ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাকে বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে।
মন্তব্য করুন