ভিডিও সোমবার, ০৭ জুলাই ২০২৫

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস

বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদী থেকে চায়না দুয়ারি জাল জব্দ ও ধ্বংস। ছবি : দৈনিক করতোয়া

সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দির যমুনা নদীতে অভিযান পরিচালনা করে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং কারেন্ট জাল জব্দ করা হয়েছে। জব্দকৃত চায়না এবং কারেন্ট জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। গতকাল মঙ্গলবার বিকেলে এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন।

উপজেলা মৎস্য অফিসের তথ্য অনুযায়ী, গোপন সংবাদেরভিত্তিতে গতকাল মঙ্গলবার বিকেলে উপজেলার যমুনা নদীতে অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করে নদী থেকে নিষিদ্ধ ১২০টি নিষিদ্ধ চায়না দুয়ারি জাল এবং ৭শ’ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে মাছ শিকারের নিষিদ্ধ এসব জাল জনসম্মুখে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা আফিয়া সুলতানা এবং সারিয়াকান্দি থানার পুলিশ।

আরও পড়ুন

উপজেলা মৎস্য কর্মকর্তা মুর্শিদা খাতুন বলেন, অবৈধ পদ্ধতিতে বা নিষিদ্ধ জাল ব্যবহার করে যমুনা নদী থেকে কিছু অসাধু জেলে মাছ শিকার করেন। এর কারণে আমাদের নদ-নদীগুলোতে মাছের পরিমাণ কমে যাচ্ছে। উপজেলার যেখানেই অবৈধভাবে মাছ শিকার করা হবে সেখানেই অভিযান পরিচালনা করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আদালতে আত্মসমর্পণ করেছেন আ.লীগের ১১ নেতা

বিয়ে হোক বা সম্পর্ক-কখনো একজন প্রকৃত সঙ্গী পাইনিঃবাঁধন

গত ১৬ বছর জিয়া পরিবার সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হয়েছে

জরুরি অবস্থা আইন সংশোধনে একমত বিএনপি: সালাহউদ্দিন

ফজলুর রহমানের বক্তব্যের প্রতিবাদ জানালেন ছাত্রদল নেত্রী

মৌলিক সংষ্কার ও জুলাই সনদ ছাড়া কোন বিকল্প চিন্তা নয়----নাহিদ ইসলাম