ভিডিও শনিবার, ২৪ মে ২০২৫

কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত

কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত। ছবি সংগৃহীত

বাইকের ভালো মাইলেজ পেতে ইঞ্জিন ঠিক রাখা খুবই জরুরি। যদি সময়মতো বাইকের ইঞ্জিন অয়েল না বদলান, তা হলে ইঞ্জিনের কর্মক্ষমতা কমে যেতে পারে। তাই নিয়মিত বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত। কিন্তু কত দিন পর পর বাইকের ইঞ্জিন অয়েল বদলানো উচিত তা অনেকেই জানেন না।

বাইকের মডেল ও ইঞ্জিনের ধরন অনুযায়ী অয়েল বদলানোর সময়ের তফাত হতে পারে। নতুন বাইকের ক্ষেত্রে প্রথম সার্ভিসে প্রায় ৫০০-৭৫০ কিলোমিটার চলার পর ইঞ্জিন অয়েল বদলানো হয়।

সিনথেটিক অয়েল ব্যবহার করলে আপনি ৫ থেকে সাড়ে পাঁচ হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল বদলাতে পারেন। তবে বাইক খুব পুরোনো হলে কিন্তু ব্যাপারটা আলাদা হবে।

বাইক যদি পুরোনো হয় তা হলে ২ থেকে ৩ হাজার কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েল বদলে ফেলা উচিত। তাতে পুরোনো বাইক থেকেও আপনি ভালো মাইলেজ পেতে পারেন।

আরও পড়ুন

শহরে ট্র্যাফিকের কারণে বারবার ব্রেক কষতে হয়, গিয়ার বদল করতে হয়, ক্লাচ চাপতে হয়। ফলে ইঞ্জিনের উপর বেশি চাপ পড়ে। এই কারণে, প্রতি ৩০০০ কিলোমিটার পর ইঞ্জিন অয়েল বদলানো ভালো। হাইওয়েতে বাইক লাগাতার চলে, এতে ইঞ্জিন অয়েল ধীরে ধীরে খারাপ হয়। এই অবস্থায় ৪০০০-৫০০০ কিলোমিটার পর্যন্ত চালিয়ে তার পর অয়েল বদলানো যায়।

বাইকের ম্যানুয়াল অনুযায়ী এবং মেকানিকের পরামর্শ অনুযায়ী অয়েল বদলে নিন। ভালো মানের ইঞ্জিন অয়েল ব্যবহার করলে ইঞ্জিন দীর্ঘস্থায়ী ও মাইলেজ ভালো থাকে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া শেরপুরের ঐতিহ্যবাহী কেল্লাপোষী জামাইবরণ মেলা রোববার থেকে শুরু

গণআন্দোলন করে ফ্যাসিবাদ উল্টে দেওয়া পরও আবার ফ্যাসিবাদের শঙ্কা দেখা দিয়েছে : বগুড়ায় নজরুল ইসলাম খান

সাংবাদিক উপস্থিতি যথাযথ না হওয়ায় ফারুকীর সম্মেলন স্থগিত

প্রবাসীদের রেমিট্যান্স সহজে ব্যাংকিং চ্যানেলে দেশে আনার সুযোগ সৃষ্টি করা হয়েছে : বগুড়ায় ‘মানিলন্ডারিং ও সন্ত্রাস অর্থায়ন প্রতিরোধ’ শীর্ষক সেমিনারে বক্তারা

বগুড়া জেলা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে বিজয়ী হলেন যারা

ধর্ম উপদেষ্টার সাথে থাইল্যান্ডের গ্র্যান্ড মুফতির সাক্ষাৎ