ভিডিও শনিবার, ১২ জুলাই ২০২৫

নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার আসামি গ্রেফতার

নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার আসামি গ্রেফতার। প্রতীকী ছবি

পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর পত্নীতলায় হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি হান্নানকে জেলার সাপাহার থানা সদর সাপাহার বাজার এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৫। আজ মঙ্গলবার (৮ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, গতকাল সোমবার বিকেলে র‌্যাব-৫ সিপিসি-৩ এর একটি আভিযানিক দল সাপাহার বাজার এলাকা থেকে পত্নীতলা থানার হত্যা মামলার এজাহারনামীয় আসামি হান্নান আলীকে (৩২) গ্রেফতার করেছে। সে উপজেলার গোপীনগর হটাৎপাড়া এলাকার মৃত নজরুল ইসলামের ছেলে।

জানা যায়, গত ২৭ মার্চ পত্নীতলা উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের গোপীনগর (পানবোরাম) এলাকায় জহুরুল ইসলামের দখলীয় সম্পত্তিতে আম গাছ রোপণ করাকে কেন্দ্র করে মারপিটে জহুরুল ইসলামসহ ৮/১০ জন গুরুতর আহত হন। পরে গত ৮ জুন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জহুরুল ইসলামের মৃত্যু হয়।

আরও পড়ুন

এঘটনায় জহুরুল ইসলামের পুত্রবধূ ফেন্সি খাতুন বাদি হয়ে পত্নীতলা থানায় মামলা দায়ের করেন। মামলার আসামিদের গ্রেফতারে অভিযান চালিয়ে গত সোমবার বিকেলে সাপাহার বাজার এলাকা থেকে হান্নান আলীকে গ্রেফতার করে র‌্যাব। পরে তাকে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়েছে। একইসাথে অন্যান্য আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে বলে জানায় র‌্যাব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওপর বাংলায় মুক্তি পাচ্ছে নওশাবার প্রথম সিনেমা

চট্টগ্রামে দখল-চাঁদাবাজির অভিযোগে যুবদল নেতা বহিষ্কার

গোয়েন্দা সংস্থা এলাকা ভিত্তিক তালিকা করে অপরাধীদের চিহ্নিত করছে: আইজিপি

বিএনপির পতনের জন্য মাঠে নামিনি: বিন ইয়ামিন মোল্লা

পটুয়াখালীর আ’লীগের সাংগঠনিক সম্পাদক উজ্জ্বল বোস গ্রেফতার

সিরিয়ার কৃষিজমি পুড়িয়ে দিলো ইসরায়েলি বাহিনী