গাইবান্ধার সাঘাটায় ভাইস চেয়ারম্যান রোস্তম আটক

সাঘাটা (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার সাঘাটা উপজেলায় সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রোস্তম আলীকে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২১ মে) উপজেলার জুমারবাড়ী বাজার থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে সাঘাটা থানা পুলিশ অভিযান চালিয়ে সদ্য আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) জুুমারবাড়ী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান রোস্তম আলীকে আটক করে।
আরও পড়ুনআটককৃত ভাইসচেয়ারম্যান রোস্তম জুমারবাড়ী গ্রামের মৃত আফতাব হোসেনের ছেলে। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন সাঘাটা থানা অফিসার্স ইনচার্জ বাদশাহ আলম। তিনি বলেন, আটককৃত ভাইস চেয়ারম্যানকে গোবিন্দগঞ্জের এক মামলায় তাকে আটক করা হয়েছে।
মন্তব্য করুন