বগুড়ার কাহালুতে মাদক মামলায় কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

কাহালু (বগুড়া) প্রতিনিধি : কাহালু থানা পুলিশ সাত বছরের সশ্রম কারাদন্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. গোলজার হোসেন মোল্লাকে (৪৮) গ্রেফতার করে আদালতে প্রেরণ করেছে। সে উপজেলার বীরকেদার ফকিরপাড়া গ্রামের আলাউদ্দিন মোল্লার ছেলে। গতকাল মঙ্গলবার রাতে উপজেলার মুরইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, জয়পুরহাট জেলার কালাই থানায় একটি মাদক আইনের মামলায় ২০১৫ সালে জয়পুহাট স্পেশাল ট্রাইব্যুনাল-২ এর বিচারক তাকে সাত বছরের সশ্রম কারাদন্ডাদেশ প্রদান করেন। মামলার রায় ঘোষণার পর থেকে সে পলাতক ছিল।
আরও পড়ুনমন্তব্য করুন