গাইবান্ধার ফুলছড়ির ফজলুপুর ইউপির সাবেক চেয়ারম্যান জালাল গ্রেফতার

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ফজলুপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও পতিত আওয়ামী লীগ নেতা জয়নাল আবেদীন জালালকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সোমবার দিবাগত রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।
ফুলছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার হাফিজুর রহমান বলেন, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা অভিযোগ থাকলেও, সম্প্রতি ‘অপারেশন ডেভিল হান্ট’-এর আওতায় তথ্য যাচাই করে তাকে আটক করা হয়।
আরও পড়ুনজয়নাল আবেদীন জালাল ফজলুপুর ইউনিয়ন পরিষদের দুইবার ইউপি সদস্য ও একবার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পুলিশ জানায়, তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং শিগগিরই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন