ভিডিও বুধবার, ২১ মে ২০২৫

গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে বাস চাপায় নিহত ১, জনতার আগুন

 গোপালগঞ্জ-টেকেরহাট সড়কে বাস চাপায় নিহত ১, বাসে জনতার আগুন

নিউজ ডেস্ক:   গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সাতপাড় বাসস্ট্যান্ডে যাত্রীবাহী বাসের ধাক্কায় রবীন্দ্রনাথ সরকার (৬০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এতে চালক সঞ্জীব বিশ্বাস (৫৫) আহত হয়েছেন। এ দুর্ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা ওই বাসে আগুন ধরিয়ে দিয়েছে।

আজ মঙ্গলবার (২০ মে) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। 

গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রবীন্দ্রনাথ সরকারের বাড়ি গোপালগঞ্জ শহরের পারহাউজ রোডে। তিনি পেশায় কাঠমিস্ত্রি। আহত সঞ্জীব বিশ্বাসের বাড়ি একই এলাকায়।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানান, খুলনা থেকে বরিশালগামী নয়ন পরিবহনের যাত্রীবাহী বাস সাতপাড় বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে ছিল। এর পিছনে দাঁড়িয়ে ছিল একটি মোটরসাইকেল। এ সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা যাত্রীবাহী লোকাল বাস দাঁড়িয়ে থাকা মোটরসাইকেলে ধাক্কা দিয়ে বাসের পিছনে সজোরে আঘাত করে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেলের আরোহী রবীন্দ্রনাথ সরকার মারা যায়।

আরও পড়ুন

এ ঘটনার জের ধরে বিক্ষুব্ধ জনতা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বাসের চালক ও হেলপার পলাতক রয়েছে। পরে হতাহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

বাসে আগুন দেয়ার সঙ্গে যারা জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।   

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাবনার আটঘরিয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষের ঘটনায় পৃথক দুই মামলা, গ্রেফতার নেই

ভারতীয় বিভিন্ন সংস্থার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা

 আম পাড়তে গিয়ে ডাল ভেঙে পড়ে গৃহবধূর মৃত্যু

বগুড়ার ধুনটে বিএনপির কার্যালয়ে হামলার মামলায় আ’লীগ নেতা গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আম ব্যবসায়ী নিহত