চাঁপাইনবাবগঞ্জে র্যাবের হাতে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় র্যাবের অভিযানে চারটি মামলায় গ্রেফতারি পরোয়ানাভূক্ত এবং এর মধ্যে একটি মাদক মামলায় ৮ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি আজিজুল ইসলাম (৪০) নামে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন।
তিনি সদর উপজেলার পারকালিনগর মিলের পাড় এলাকার আবু বাক্কারের ছেলে। গতকাল সোমবার সুন্দরপুর ইউনিয়নের মোল্লা মোড় এলাকায় অভিযান চালিয়ে আজিজুলকে গ্রেফতার করা হয়।
আজ মঙ্গলবার (২০ মে) দুপুর সোয়া ১টার দিকে র্যাব-৫ ব্যাটালিয়নের চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানটি সম্পর্কে জানানো হয়। র্যাব জানায়, ২০২২ সালে মাদক সরবরাহের অভিযোগে মাদকসহ আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আটক হন আজিজুল।
আরও পড়ুনএ ঘটনায় তার বিরুদ্ধে সদর থানায় মামলা হয়ে। মামলায় আদালত তাকে ৮ বছরের সশ্রম কাারদন্ড প্রদান করেন। র্যাব আরও জানায়, আজিজুলের নামে আরও তিনটি গ্রেফতারি পরোওয়ানা ইস্যু রয়েছে। গ্রেফতার আজিজুলকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য করুন