ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

ইতিহাসের সেরা ফুটবলারের স্বীকৃতি পেলেন মেসি

লিওনেল মেসি

স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসে এক নতুন পালক যুক্ত হলো লিওনেল মেসির মুকুটে। ফুটবল পরিসংখ্যান ও ইতিহাসভিত্তিক আন্তর্জাতিক সংস্থা আইএফএফএইচএস এর ভোটে ইতিহাসের সেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক মেসি। বিশ্বজুড়ে তারকা ফুটবলারদের ব্যক্তিগত ও দলগত সাফল্যের বিস্তারিত পরিসংখ্যান পর্যালোচনা করে তৈরি করা হয়েছে এই তালিকা। মেসির ক্লাব পর্যায়ে বার্সেলোনা, পিএসজি ও ইন্টার মায়ামির হয়ে পারফরম্যান্স, সঙ্গে আর্জেন্টিনা সিনিয়র ও অনূর্ধ্ব-২০ দলের হয়ে অর্জন, সবকিছুই বিবেচনায় এনেছে সংস্থাটি। এই তালিকায় দ্বিতীয় স্থানে আছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি পেলে, আর তৃতীয় স্থানে আছেন আরেক আর্জেন্টাইন মহাতারকা দিয়েগো আরমান্দো মারাদোনা। আরও এক আর্জেন্টাইন কিংবদন্তি ঠাঁই পেয়েছেন সেরা দশেÑআলফ্রেদো দি স্তেফানো। ‘ব্লন্ড অ্যারো’ খ্যাত এই ফরোয়ার্ড রিয়াল মাদ্রিদের জার্সিতে ইতিহাস গড়লেও আন্তর্জাতিক পর্যায়ে খেলেছেন স্পেনের হয়ে। তার অবস্থান নবম।

আইএফএফএইচএস-এর সর্বকালের সেরা ১০ ফুটবলারের তালিকা:

১. লিওনেল মেসি (আর্জেন্টিনা)

২. পেলে (ব্রাজিল)

৩. দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)

৪. ক্রিস্টিয়ানো রোনালদো (পর্তুগাল)

৫. ইয়োহান ক্রুইফ (নেদারল্যান্ডস)

আরও পড়ুন

৬. রোনালদো নাজারিও (ব্রাজিল)

৭. জিনেদিন জিদান (ফ্রান্স) ৮. ফ্রাঙ্ক বেকেনবাওয়ার (জার্মানি)

৯. আলফ্রেদো দি স্তেফানো (আর্জেন্টিনা/স্পেন)

১০. রোনালদিনহো (ব্রাজিল)

মেসির শ্রেষ্ঠত্বের কিছু পরিসংখ্যান: -সর্বাধিক ব্যালন ডি’অর জয়ী (৮ বার) -আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ম্যাচ ও গোল -লা লিগা ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা (৪৭৪) ও অ্যাসিস্ট প্রদানকারী -ক্লাব ও জাতীয় দল মিলিয়ে জিতেছেন ৪৬টি শিরোপা, যার মধ্যে রয়েছে: ২০২২ বিশ্বকাপ, ৪টি উয়েফা চ্যাম্পিয়নস লিগ, ৩টি ক্লাব বিশ্বকাপ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে: প্রধান উপদেষ্টা

সবাই মিলে কিশোরগঞ্জকে আমরা নান্দনিক ও গ্রীন-ক্লিন করবো

বগুড়ার বিশিষ্ট ব্যবসায়ী ঈসার দাফন সম্পন্ন

নির্বাচনি দায়িত্ব পালনে অবহেলা-অপরাধে সাজা বাড়ছে

তারুণ্যের উৎসব উদযাপনে রংপুরে কাবাডি খেলায় গঙ্গাচড়া মডেল স্কুল চ্যাম্পিয়ন

নারায়ণগঞ্জে ৪ শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করলো তিতাস