বগুড়ার ধুনটে নাশকতার মামলায় কাউন্সিলর ও আ’লীগ নেতা গ্রেফতার

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনটে ককটেল হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগের অভিযোগে বিএনপির নেতাকর্মীদের দায়ের করা একাধিক মামলায় সাবেক পৌর কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, ধুনট পৌর এলাকার চরধুনট গ্রামের আমজাদ হোসেনের ছেলে ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জাহাঙ্গীর আলম (৪২) ও এলাঙ্গী পশ্চিম পাড়ার আব্দুর রশিদের ছেলে ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও সাবেক ইউপি সদস্য বাবুল মিয়া (৪০)।
আরও পড়ুনআজ সোমবার (১৯ মে) দুপুর ১টায় ধুনট থানা থেকে আদালতের মাধ্যমে তাদের বগুড়া জেলা কারাগারে পাঠানো হয়েছে। এরমধ্যে জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে ১টি ও বাবুল মিয়ার বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। এর আগে রোববার রাতে পুলিশ অভিযান চালিয়ে নিজ নিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করেছে।
মন্তব্য করুন