ভিডিও মঙ্গলবার, ২০ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে কালবৈশাখী ঝড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি। ছবি : দৈনিক করতোয়া

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ঝড়ে দুইটি ইউনিয়নে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ভেঙে পড়েছে কাঁচা বাড়িঘরসহ অসংখ্য গাছপালা। উড়ে গেছে মুরগির খামার। গতকাল রোববার দিবাগত রাতে উপজেলার ভোমারাদহ ও কোষারাণীগঞ্জ ইউনিয়নে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার ভোমরাদহ ও কোষারাণীগঞ্জ ইউনিয়নের সেনুয়া বাঁশবাড়ি, কাচন ও দুবড়া গ্রামের ওপর দিয়ে প্রবল বেগে ঝড় বয়ে যায়। এতে ওই তিনটি গ্রামের অর্ধশতাধিক কাঁচা বাড়ি ঘর ভেঙে যায়। উপড়ে পড়ে অসংখ্য গাছপালা। ঝড়ে পড়ে গাছের কাঁচা আম ও লিচু। ন্যুয়ে পড়ে বোরো ধান ও ভুট্টার ক্ষেত। এসময় দুবড়া এলাকার চোখা মিয়া নামে এক উদ্যোক্তার একটি মুরগির খামার লন্ডভন্ড হয়ে যায়। মারা যায় ওই খামারের প্রায় ১৪শ’ মুরগি।

খোলা আকাশের নিচ অবস্থান করছেন বাড়ি ঘর ভেঙে পড়া পরিবারের সদস্যরা। ঐ দু’টি ইউনিয়ন ছাড়াও উপজেলার অন্যান্য ইউনিয়েও ঝড়ে কিছু কিছু বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিভিন্ন সূত্রে খবর পাওয়া গেছে।
পীরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তারিফুল ইসলাম জানান, ঝড়ে ওই দুইটি ইউনিয়নের ৩০ থেকে ৩৫টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে।

আরও পড়ুন

উপজেলা কৃষি কর্মকর্তা লায়লা আরজুমান বেগম জানান, ঝড়ে বেশ কিছু ধান ভুট্টা আম ও লিচুসহ অন্যান্য ফসলে বেশ ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ক্ষতির পরিমাণ নিরুপণে কাজ চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জের শাহজাদপুরে আঠারো দিন পর মায়ের বুকে ফিরলো ছেলে

এক হাজার ফিলিস্তিনিকে হজ করাবেন সৌদি বাদশাহ

গাইবান্ধার পলাশবাড়ী পৌর এলাকা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা

বগুড়ায় ভুট্টা চাষে নীরব বিপ্লব, প্রথমবার উৎপাদন ছাড়াবে ৫শ’ কোটি টাকা

নওগাঁর ধামইরহাটে লাম্পি ভাইরাসে আক্রান্ত গবাদিপশু, আতঙ্কিত কৃষক ও খামারিরা

দুর্ভোগে নাকাল কুড়িগ্রামের উলিপুর পৌরবাসী