ভিডিও সোমবার, ১৯ মে ২০২৫

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

দিনাজপুরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৪ জন নিহত

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চালকসহ ৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৩ জন। আজ সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬ টার দিকে বীরগঞ্জের ঢাকা-পঞ্চগড় মহাসড়কের ২৬ মাইল বাবলু ফার্ম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ঘটনাস্থলেই ২ জন, হাসপাতাল নেওয়ার পথে ১জন ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জন মারা যায়। গুরুতর আহত ৩ জন ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহতরা হলেন- ঠাকুরগাঁও অ্যাকাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসের অডিটর জুলফিকার আলী (৪৬), সহকারী অডিটর ইমরুল হোসেন (৪৫), দেলোয়ার হোসেন (৫০) এবং গাড়িচালক আরিফুল ইসলাম মানিক(৩২)।

আহতরা হলেন- ঠাকুরগাঁও পৌর শহরের গোবিন্দনগর মুন্সিহাট এলাকার মিজানুর রহমান সরকার(৫০), আল মামুন(৪০) ও দিনাজপুর জেলার বিরামপুর ধানঘড়া এলাকার মোহাম্মদ ইদ্রিস আলীর ছেলে নাহিদ হোসেন (৩২)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, বাবলু ফার্ম এলাকায় একটি নোয়া মাইক্রোবাস পৌঁছালে বিপরীত থেকে ছুটে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপালে ভর্তি পাঠায়।

আরও পড়ুন

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর বিষয়টি নিশ্চিত করে বলেন,ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক আছে।

হাইওয়ে পুলিশ রংপুর রিজিয়নের পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, সকাল ৬টা থেকে সাড়ে ৬টার মধ্যে একটি মাইক্রোবাস ও মালবাহী সিমেন্ট বোঝাই ১০ চাকার ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। এ বিষয়ে দুর্ঘটনা আইনে একটি মামলা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে নাশকতা মামলায় আটক ৪

প্রতি জেলায় একটি করে নদী দখল-দূষণমুক্ত করার পরিকল্পনা নেয়া হচ্ছে - সৈয়দা রেজওয়ানা হাসান

নুসরাত ফারিয়াকে গ্রেপ্তার ও কারাগারে পাঠানো বিচার প্রক্রিয়াকে প্রহসনে পরিণত করছে: এনসিপি

মৌসুমের সর্বোচ্চ প্রায় ৭৪ মি.মি বৃষ্টিপাতে ডুবলো বগুড়া শহরের বিভিন্ন এলাকা ও রাস্তা

নিবন্ধন না থাকলে আ’লীগের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই - ইসি মাছউদ

বেনাপোলে ট্রাক্টরের চাপায় শিশু নিহত