ভিডিও রবিবার, ২০ জুলাই ২০২৫

পাবনার ভাঙ্গুড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা

পাবনার ভাঙ্গুড়ায় দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন কৃষকদলের নেতাকর্মীরা

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি : পাবনার ভাঙ্গুড়ায় স্বেচ্ছায় দরিদ্র কৃষকদের ধান কেটে মাড়াই করে দিলেন ভাঙ্গুড়া অঞ্চলের কৃষকদলের নেতাকর্মী। গতকাল রোববার সকাল ১০ টায় ভাঙ্গুড়া পৌর এলাকার হাড়োপাড়া গ্রামের দরিদ্র কৃষক শামসুল হকের জমিতে পাকা ধান কেটে দেন কৃষকদলের নেতৃবৃন্দ। উপজেলা কৃষকদলের আয়োজনে কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের তত্ত্বাবধানে প্রায় ৩০ জন নেতাকর্মী এ ধানকাটা কর্মসূচিতে অংশ গ্রহণ করেন।

কৃষকের আপদ-বিপদে সর্বক্ষণে পাশে কৃষক দল, সংগঠনিক এই লক্ষ্যে উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুমের তত্ত্বাবধানে ভাঙ্গুড়া উপজেলার কৃষকদের কৃষি কাজের অগ্রগতি ও সচেতনতামূলক বিভিন্ন পরামর্শ এবং পাশাপাশি এ অঞ্চলের কৃষকের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সেই ধারাবাহিকতায় গতকাল রোববার প্রায় ৩০ জন নেতাকর্মী নিয়ে উপজেলার হাড়ো পাড়া এলাকার মাঠে শামছুল হক নামে কৃষকের প্রায় দুই বিঘা জমির পাকা ধান স্বেচ্ছায় কেটে মাড়াই করে দেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচির আলোকে ওই দরিদ্র কৃষককের পরিত্যক্ত জমিটি ভাঙ্গুড়া কৃষক দলের সাংগঠনিক সম্পাদক কামাল আহমেদ ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সুজন আহমেদের তৎপরতায় পরিষ্কার পরিচ্ছন্নতা করে ধান চাষের উপযোগী করেছিল। আবহাওয়া অনুকূূলে থাকায় নিয়মিত পরিচর্যা করায় সঠিক সময়ে ধান পেকে কর্তনের উপযোগী হয়।

আরও পড়ুন

এ বিষয়ে ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখেরুজ্জামান মাসুম বলেন, শহীদ জিয়ার আদর্শে গড়া বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তারা সর্বদা কৃষকের পাশে রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহীর বাঘায় ৪ বাড়িতে ডাকাতি স্বর্ণালংকারসহ ১০ লাখ টাকার মালামাল লুট

লালমনিরহাটে রবি মৌসুমের আগাম সবজি চাষে ঝুঁকছেন কৃষক

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গিতে ছিনতাইকালে এক ব্যক্তি গ্রেফতার

লালমনিরহাটে অবৈধভাবে জ্বালানি তেল বিক্রয়ের মহাৎসব চলছে

দিনাজপুরে বিদেশি রিভালবার ও ৫ রাউন্ড গুলিসহ মাদকদ্রব্য উদ্ধার

উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কর্মসূচি পালন