ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

হবিগঞ্জে তিনদিনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

হবিগঞ্জে তিনদিনে ৩ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

 

নিউজ ডেস্ক:  হবিগঞ্জে জেলার চুনারুঘাট ও মাধবপুর উপজেলার বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে টানা তিনদিনে প্রায় তিন কোটি টাকার বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বিজিবি। 

শুক্রবার (১৬ মে) থেকে রোববার (১৮ মে) পর্যন্ত টানা তিনদিনে এসব পণ্য জব্দ করা হয়।

এরমধ্যে রয়েছে- আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিক্স, ছাদের টালি টাইলস, হিমায়িত গরুর মাংস, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, সাইকেল, গাঁজা, বিয়ার, ইস্কাফ ও সিরাপ। এগুলোর মূল্য ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা।

আরও পড়ুন


বিজিবি জানায়, চিমটিবিল বিওপির অধীনে একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামি ফোনের ডিসপ্লে এবং চকলেট আটক করা হয়। একই সময়ে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পৃথক দুটি অভিযানে আরও ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স ও টাইলস জব্দ করা হয়। এছাড়া মাছের খাবারের আড়ালে ভারতীয় হিমায়িত গরুর মাংস ও একটি ট্রাক জব্দ করা হয়।


অপরদিকে সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় সাতটি অভিযান চালিয়ে ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকার ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার এবং সাইকেল আটক করা হয়। এসব মালামাল সংশ্লিষ্ট থানা ও জেলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে।


হবিগঞ্জ-৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক প্রবেশ রোধে আমরা তৎপর। এসব অভিযান দেশের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি যুব সমাজকে মাদক থেকে রক্ষা করতে বড় ভূমিকা রাখছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী শিক্ষক সংগঠন 'সাদা দল' এর কমিটি ঘোষণা

একদিনেই সব চামড়া ঢাকায় না পাঠানোর পরামর্শ রাজশাহীর ডিসির

বগুড়ার সোনাতলায় তুহিন বাদশা হত্যা মামলার আসামি সুরুজ গ্রেফতার

বগুড়ার বাজারে ধানের দাম বেশি হওয়ায় নির্ধারিত মূল্যে কিনতে পারছে না খাদ্য বিভাগ

জয়পুরহাটের কালাইয়ে ২’শ ফিট রাস্তার মাটি ভরাট, কুড়ি বছরের প্রতীক্ষার অবসান ঘটালো গ্রামবাসী

বগুড়ার শাজাহানপুর আ‘ লীগের যুগ্ম-সাধারণ সমম্পাদক ইমরান গ্রেফতার