ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

রংপুরে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুরে নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালের নার্সেস স্টেশন দুই ঘণ্টা অবরুদ্ধ করে কক্ষের সামনে বিক্ষোভ করেছেন নার্সিং শিক্ষার্থীরা।ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স অ্যান্ড মিডওয়াইফারি, ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সকে ডিগ্রি পাস সমমান করার দাবিতে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সিনিয়র স্টাফ নার্সরা সশরীরে অবস্থান নিতে অসম্মতি জানালে রোববার (১৮ মে) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত এ কর্মসূচি পালন করা হয়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা বলেন, গত এক মাস ধরে শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য দাবি জানিয়ে আসলেও এ বিষয়ে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। এজন্য নার্সিং শিক্ষার্থীদের একের পর এক কঠোর কর্মসূচি দিতে বাধ্য হতে হচ্ছে।এদিকে সিনিয়র স্টাফ নার্সরা আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করলেও স্ব-শরীরে অবস্থান নিতে অসম্মতি জানিয়েছেন। নার্সিং পেশার মর্যাদা রক্ষার লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান শিক্ষার্থীরা।রংপুর নার্সিং স্টুডেন্টস অর্গানাইজেশনের মহাসচিব মোশাররফ হোসেন বিজয় বলেন, গত ১৭ মে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের সুপারিনটেনডেন্টের কার্যালয়ে স্মারকলিপি প্রদান ও বিক্ষোভ কর্মসূচি পালন করি। এতে সিনিয়র স্টাফ নার্সরা একাত্মতা ঘোষণা করলেও তারা আন্দোলনে আসেনি। তাই নার্সিং স্টেশন দুই ঘণ্টা অবরুদ্ধ কর্মসূচি পালন করেছি। যতদিন পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে, ততদিন আমরা আন্দোলন চালিয়ে যাব।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জমির বিরোধের জেরে বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন, গ্রেপ্তার ১

নতুন প্রেমে ডুব দিলেন সামান্থা

ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস খাদে, আহত ৫

চাঁপাইনবাবগঞ্জে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

সাভারে চোর সন্দেহে যুবককে গাছে বেঁধে তিন ঘণ্টা নির্যাতন

টাঙ্গাইলে কৃষককে পিটিয়ে হত্যার দায়ে মা ও মেয়ের যাবজ্জীবন