ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রতি ৩ জনে ১ জন উচ্চ রক্তচাপে ভুগছেন : বগুড়ায় উচ্চ রক্তচাপ দিবসে বক্তারা 

প্রাপ্ত বয়স্কদের মধ্যে প্রতি ৩ জনে ১ জন উচ্চ রক্তচাপে ভুগছেন : বগুড়ায় উচ্চ রক্তচাপ দিবসে বক্তারা। ছবি : শফিকুল ইসলাম শফিক

স্টাফ রিপোর্টার : ‘সঠিকভাবে রক্তচাপ মাপুন, নিয়ন্ত্রণে রাখুন ও দীর্ঘজীবী হোন’ এই প্রতিপাদ্য নিয়ে বগুড়ায় বিশ্ব উচ্চ রক্তচাপ দিবস পালন হয়েছে। এ উপলক্ষে আজ শনিবার (১৭ মে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) ও হাসপাতালের কার্ডিওলজি বিভাগ ও বাংলাদেশ কাডিয়াক সোসাইটি দিনব্যাপি অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানের উদ্বোধন করেন শজিমেকের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার ও হাসপাতালে পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিককার আলম।

উদ্বোধন পর হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্স ও অন্যান্য কর্মকতা কর্মচারীবৃন্দের অংশগ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিতে হাসপাতালের চিকিৎসকবৃন্দ, নার্স ও অন্যান্য কর্মকতা কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন। পরে দিবসটি উপলক্ষে মেডিকেল কলেজের কনফারেন্স রুমে এক সেমিনার অনুষ্ঠিত হয়। এতে উচ্চ রক্তচাপের প্রতিরোধ এবং জটিলতা সম্পর্কে আলোচনা করা হয়।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কার্ডিওলজি বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. অলক চন্দ্র সরকার। সেমিনারে বক্তব্য রাখেন ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডাঃ মো. নুরুল ইসলাম, উপ-পরিচালক ডা. আব্দুল ওয়াদুদ, সহযোগী অধ্যাপক  (মেডিসিন) ডা. মো. কামাল হোসেন। সেমিনারে উচ্চ রক্তচাপ বিষয়ে সাইন্টেফিক প্রেজেন্টেশন পরিচালনা করেন ডা. জাকিয়া জাহান বর্ষা।

সেমিনারে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. ওয়াদুদুল হক তরফদার জানান বিশ্বব্যাপী প্রতি ৩ জনে ১ জন প্রাপ্তবয়স্ক ব্যক্তি উচ্চ রক্তচাপে ভুগছে আর প্রতি ২ জনে ১ জন উচ্চ রক্তচাপ রোগী তাদের রোগ সম্পর্কে জানেনই না।

আরও পড়ুন

শজিমেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. জুলফিকার আলম জানান, উচ্চ রক্তচাপ মানুষের ব্রেনস্টোক ও হৃদরোগের অন্যতম প্রধান কারণ। এর হাত থেকে বাঁচতে হলে আমাদের নিয়মিত রক্তচাপ পরিমাপ করতে হবে। জীবনযাত্রায় পরিবর্তন আনতে হবে।

ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে, লবণ ও লবণযুক্ত খাবার কম খেতে হবে। বক্তারা বলেন, ডায়াবেটিকস আক্রান্ত রোগীদের মধ্যে শতকরা ৬০ জনের মৃত্যু হয় উচ্চ রক্তচাপের কারণে। সুতরাং অনিয়ন্ত্রিত ডায়াবেটিস আপনার জন্য উচ্চ রক্তচাপের কারণ হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

লালমনিরহাটে পাটশাক চাষে আগ্রহী বেশি চাষিরা

আজকের শিশুরা আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেবে : সাবেক এমপি লালু

জয়পুুরহাটের পাঁচবিবিতে বুপ্রেনরফিন ইঞ্জেকশনসহ গ্রেফতার ২

বগুড়ার খামারে খামারে প্রস্তুত কুরবানির পশু, গো-খাদ্যের দাম না বাড়ায় স্বস্তি

বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চলে ভুট্টা ও মরিচ থেকেই ৫শ কোটি টাকা কৃষকের ঘরে

বগুড়ার শেরপুরে আ‘লীগ ও ছাত্রলীগের দুই নেতা গ্রেফতার