ভিডিও বুধবার, ০৮ অক্টোবর ২০২৫

বিসিবি নির্বাচন স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

বিসিবি নির্বাচন স্থগিত না করায় লিগ বর্জনের ঘোষণা ৪৮ ক্লাবের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচন বয়কট করা ক্লাব সংগঠকরা এবার দেশের ঘরোয়া ক্রিকেট টুর্নামেন্ট বর্জনের ঘোষণা দিয়েছেন। নিজেদের দাবি-দাওয়া না মানা ও পূর্বের হুমকি বাস্তবায়নের অংশ হিসেবে আজ (বুধবার) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্ত জানানো হয়।

বিসিবি’র নির্বাচনকে অবৈধ আখ্যা দিয়ে বয়কট করা ক্লাবগুলোর পক্ষে এই ঘোষণা দেন মোহামেডান ক্লাবের কাউন্সিলর মাসুদুজ্জামান। তিনি নবনির্বাচিত সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে ‘অবৈধ সভাপতি’ বলেও উল্লেখ করেছেন।

ঢাকার ক্লাব পরিচালনার দায়িত্বে থাকা সংগঠকদের বড় একটি অংশ সম্প্রতি অনিয়মের অভিযোগ তুলে বিসিবি নির্বাচন বয়কট করেছিল। সংগঠকদের এই হুমকি সত্ত্বেও গত ৬ অক্টোবর বিসিবির নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে বুলবুল সভাপতি নির্বাচিত হন। তারই প্রতিক্রিয়ায় আজ ঢাকার অধিকাংশ ক্লাব কর্তারা আসন্ন ঘরোয়া টুর্নামেন্টে অংশ না নেয়ার সিদ্ধান্ত জানিয়েছেন। একই সাথে, নিজেদের ‘বিদ্রোহী ক্লাব সংগঠক’ বলার কারণেও তারা আপত্তি জানিয়েছেন।

আরও পড়ুন

বিসিবি নির্বাচনকে সামনে রেখে গত শনিবার ক্লাব সংগঠকরা তাদের তিনটি প্রধান শর্ত জানিয়েছিলেন। একই দাবিতে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছেও স্মারকলিপি পাঠানো হয়েছিল। তাদের দাবিগুলো ছিল—
১. বিসিবি'র বর্তমান (বিগত) নির্বাহী পর্ষদের মেয়াদ বাড়িয়ে নির্বাচনের পুনঃতফসিল। ২. বিকল্প হিসেবে অ্যাডহক কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর। ৩. পুনঃনির্ধারিত সময়ে নতুন নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে ভোটগ্রহণ করা।

এই দাবি না মানলে তারা ঘরোয়া ক্রিকেট বর্জনের হুমকি দিয়েছিলেন, যার বাস্তবায়ন দেখা গেল আজ। ক্লাব সংগঠকদের এই বর্জন দেশের ঘরোয়া ক্রিকেটে কী ধরনের প্রভাব ফেলে, সেটাই এখন দেখার বিষয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওমানে সড়ক দুর্ঘটনায় ৭ বাংলাদেশি নিহত

বগুড়ার ধুনটে যমুনা নদীর ভাঙনে ব্যবসা প্রতিষ্ঠান ও আবাদি জমি বিলীন 

জনসন অ্যান্ড জনসনকে ৯৬৬ মিলিয়ন ডলার ক্ষতিপূরণের নির্দেশ

নলছিটির কমিউনিটি ক্লিনিকে একসঙ্গে ৭ সাপ! আতঙ্কে স্বাস্থ্যকর্মীরা

বিশ্বের প্রথম বিলিয়নিয়ার ফুটবলার রোনালদো

বগুড়ায় যৌতুকের দাবিতে স্ত্রী নির্যাতনের দায়ে স্বামীর জেল-জরিমানা