ভিডিও শনিবার, ১৭ মে ২০২৫

এক ছাগলের পাঁচটি বাচ্চা

এক ছাগলের পাঁচটি বাচ্চা

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের ফুলবাড়ীতে একটি দেশি ছাগলের পাঁচটি বাচ্চা জন্ম হওয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ খবর ছড়িয়ে পড়লে আশপাশের গ্রাম দলবেঁধে জন্ম নেয়া ছাগলের ছানাগুলোকে (বাচ্চা) এক নজর দেখতে ছুটে আসেন খয়বর আলী ও সুফিয়া বেগম দম্পতির বাড়িতে। এই দম্পতির বাড়ি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পশ্চিম ফুলমতি এলাকায়।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে স্বামী খয়বর আলী স্ত্রী সুফিয়া বেগমকে সংসারে বাড়তি আয়ের জন্য একটি কালো রঙের দেশি ছাগল কিনে দেন। এক বছরের মধ্যে ছাগলটি দুটি বাচ্চার জন্ম দেয়। তারপর এক সাথে ৫ টি বাচ্চার জন্ম দেয় গত বৃহস্পতিবার। এক সঙ্গে পাঁচটি বাচ্চা জন্ম দেওয়ায় খুশি সুফিয়া বেগমসহ পরিবারের সদস্যরা। পুরো এলাকাজুড়ে খবর ছড়িয়ে পড়ে উৎসুক যুবকরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট করেন।

গতকাল শুক্রবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, সদ্য জন্ম নেয়া পাঁচটি ছাগলের বাচ্চা জন্মের পর মা ছাগল ও বাচ্চাগুলো সুস্থ আছে। স্বাভাবিক ভাবে বাচ্চাগুলো তার মায়ের দুধপানসহ চলাফেরা করছে।

আরও পড়ুন

ফুলবাড়ী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আরিফুর রহমান কনক জানান, ২/৩ টি পর্যন্ত স্বাভাবিক ভাবে ছাগলের বাচ্চা হয়ে থাকে এবং চারটি পর্যন্ত ছাগলের বাচ্চা জন্ম নেওয়া স্বাভাবিক হলেও এর সংখ্যা কম। তবে এক সাথে পাঁচটি ও ছয়টি বাচ্চা জন্ম নেওয়া একটু ব্যতিক্রম হলেও অস্বাভাবিক কিছু নয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরব আমিরাতের বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

দিনাজপুরে ট্রেন থেকে পড়ে যুবকের হাত-পা বিচ্ছিন্ন

সুনামগঞ্জে বজ্রপাতে ২ শ্রমিকের মৃত্যু

ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯

চসিকের সাবেক কাউন্সিলর তৌফিক আহমেদ বিমানবন্দরে গ্রেপ্তার

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু