ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ৩ জনের প্রাণহানি

ঠাকুরগাঁওয়ে পৃথক ঘটনায় ৩ জনের প্রাণহানি। প্রতীকী ছবি

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে পৃথক তিনটি ঘটনায় তিনজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এর মধ্যে দু’জন গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন এবং অপরজন মারা গেছেন সাপের দংশনে। সব ঘটনাই ঘটেছে গতকাল মঙ্গলবার থেকে আজ বুধবার (১৪ মে) সকাল পর্যন্ত সময়ের মধ্যে।

আত্মহত্যা শিক্ষার্থীর সদর উপজেলার হাজীপাড়া এলাকায় মেসে থেকে পড়াশোনা করতেন দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পলাশবাড়ীর আব্দুল কাদের জিলানী (১৮)। তিনি ঠাকুরগাঁও পুলিশ লাইনস স্কুল অ্যান্ড কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পরিবার সূত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার বিকেল আনুমানিক ৫টার দিকে মেসে নিজের কক্ষে গলায় প্লাস্টিকের রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন তিনি। মেসমেটরা তাকে ঝুলন্ত অবস্থায় দেখে দ্রুত নামিয়ে ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পারিবারিক কলহে প্রাণ দিলেন গৃহবধূ। একই দিন গভীররাতে আত্মহত্যা করেছেন আরেক নারী, আরজিনা আক্তার (২০)। তিনি ভূল্লী থানার কিসমত কেশুরবাড়ি মেদ্দাপাড়ার বাসিন্দা। স্বজনদের ভাষ্য মতে, রাতে স্বামী রাকিবুল ইসলামের সাথে পারিবারিক কলহ হয়। পরে সবাই ঘুমিয়ে পড়লে আরজিনা নিজ শয়নঘরের বাঁশের তীরের সাথে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেন।

আরও পড়ুন

রাত আড়াইটার দিকে স্বামী বিষয়টি টের পেয়ে মা, ভাই ও চাচাকে ডেকে তড়িঘড়ি করে যমুনা ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যান। সেখানকার নার্স তাকে মৃত ঘোষণা করেন। ভূল্লী থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করেছে।

এদিকে, ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সাপে কেটে মারা যান জামাল হোসেন (৩৫)। তিনি বালিয়াডাঙ্গী উপজেলার বাড়োসা গ্রামের বাসিন্দা এবং স্থানীয় নায়েব আলীর ছেলে।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. মঞ্জুরুল ইসলাম জানান, সকালে সাপে কেটে জামাল হোসেনকে হাসপাতালে আনা হয়। তাকে ভ্যাকসিন দেওয়া হলেও ৩০ মিনিট পর তিনি মারা যান। পুলিশ তিনটি মৃত্যুই অপমৃত্যু হিসেবে প্রাথমিকভাবে গ্রহণ করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ ঘণ্টা পর শাহবাগ ছেড়েছেন নার্সিং শিক্ষার্থীরা, যানচলাচল স্বাভাবিক

বগুড়ার ধুনটে অব্যবহৃত সরকারি পাঠ্যবই বিক্রি : গ্রেফতার ২

সাম্য হত্যার ঘটনায় গ্রেফতার ৩ জনকে কারাগারে

কান চলচ্চিত্র উৎসব শুরু, গাজা ইস্যুতে নীরবতা নিয়ে বিতর্ক

বগুড়ায় দীর্ঘ ৪০ বছরেও ভূমি জরিপ কাজ সম্পন্ন না হওয়ায় ভূমি মালিকদের দুর্ভোগ চরমে

পোশাক রপ্তানির প্রবৃদ্ধি