বগুড়ার দুপচাঁচিয়ায় মাদকাসক্ত স্বামীর বিরুদ্ধে স্ত্রীর অভিযোগ

দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি : দুপচাঁচিয়ায় মাদকাসক্ত স্বামী বাবলু মিয়ার অত্যাচারে অতিষ্ঠ স্ত্রী নাজমা বিবি (৩৫) আজ বুধবার (১৪ মে) থানায় অভিযোগ করেছেন। জানা গেছে, উপজেলার চামরুল ইউনিয়নের শুনলা মাহমুদপুর গ্রামের বাবলু মিয়া একজন মাদকাসক্ত ব্যক্তি। সে নেশার টাকার সংগ্রহ করতে বাড়ির মুল্যবান ফ্রিজসহ আসবাবপত্র ব্যবহারিক জীবনের জিনিসপত্র বিক্রয় করে দেয়।
তার স্ত্রী নাজমা বেগম বাধা দিলে তার উপর শারীরিক ও মানসিক নির্যাতন করে। ঘটনার দিন আজ বুধবার (১৪ মে) সকাল ৯টায় বাবলু মিয়া বাড়ির আসবাবপত্র বিক্রির জন্য ঘর থেকে বের করার সময় তার স্ত্রী বাধা দিলে সে ক্ষিপ্ত হয়ে স্ত্রীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ এলোপাথারি মারপিট করে আহত করে। এঘটনায় নাজমা আইনানুগ সহায়তা চেয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন।
আরও পড়ুনমন্তব্য করুন