নারায়ণগঞ্জে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড, একজনের ১০ বছরের জেল

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. আবু শামীম আজাদ আড়াইহাজারে অটোরিকশাচালক জামান মিয়া হত্যা মামলায় ৩ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন। এছাড়া, একই মামলায় আরো একজনকে ১০ বছরের কারাদণ্ড ও অন্য একজনকে খালাস দেওয়া হয়েছে।
বুধবার (১৪ মে) দুপুরে এ রায় দেন। রায় ঘোষণার সময় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা উপস্থিত ছিলেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আড়াইহাজারের বাগদী গ্রামের মোসলেম উদ্দিনের ছেলে আক্তার হোসেন (৩০), একই গ্রামের মৃত আহমদ আলীর ছেলে বাদশা (৩৫) ও নাগের চরের আহাদ আলীর ছেলে সাইফুল ইসলাম (৩৭)। ১০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত হলেন- আজগর। খালাসপ্রাপ্ত হলেন- জাহিদুল ইসলাম।
আরও পড়ুননারায়ণগঞ্জ আদালতে (পিপি) আবুল কালাম আজাদ জাকির বলেন, ‘‘২০২০ সালে ২৯ মার্চ জামান মিয়াকে হত্যা করে তার অটোরিকশা ছিনতাই করা হয়। এ ঘটনায় নিহতের ভাই বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন।’’
মন্তব্য করুন