ভিডিও বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫

বগুড়ায় ‘খামারী’ মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক কর্মশালা

বগুড়ায় ‘খামারী’ মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক কর্মশালা। ছবি : দৈনিক করতোয়া

স্টাফ রিপোর্টার : মাঠ পর্যায়ে কৃষকসহ উপকার ভোগীদের উন্নত কৃষি সেবা প্রদানে ফসল উৎপাদন পরামর্শক হিসেবে খামারী মোবাইল অ্যাপ তৈরি করা হয়েছে। যা জমিতে দাঁড়িয়ে কৃষক তাৎক্ষণিক সেই জমির উপযোগী ফসল, সারসহ অন্যান্য তথ্য জানাবে।

এতে মাটির স্বাস্থ্য রক্ষাসহ অধিক ফলনে চাষীরা লাভবান হবে। বাংলায় প্রস্তুত করা অ্যাপটি সম্পর্কে প্রান্তিক চাষীদের মাঝে অবগত করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের কর্মকর্তাদের জন্য ‘খামারী’ মোবাইল অ্যাপ ও ক্রপ জোনিং সিস্টেম বিষয়ক কর্মশালা হয়েছে। আজ বুধবার (১৪ মে) জেলা বীজ প্রত্যয়ন এজেন্সি সম্মেলন কক্ষে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের উদ্যোগে অনুষ্ঠানে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের কর্মকর্তারা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ কৃষিগবেষণা কাউন্সিলের সদস্য পরিচালক ড. মো. মোশাররফ উদ্দিন মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়া অঞ্চলের অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ। বিশেষ অতিথি ছিলেন পল্লীউন্নয়ন একাডেমী বগুড়ার পরিচালক(প্রশাসন) দেলোয়ার হোসেন।

আরও পড়ুন

ক্রপ জোনিং প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার আবিদ হোসেন চৌধুরী ক্রপ জোনিং সিস্টেমের উপর আলোচনা করেন। খামারী মোবাইল অ্যাপ ব্যবহার বিষয়ে আলোচনা করেন বিএআরসি‘র, প্রোগ্রামার আল হেলাল।কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন বিএআরসি‘র ক্রপ জোনিং প্রকল্পের সয়েল এক্সপার্ট মো. ছাব্বির হোসেন। অনুষ্ঠানে কৃষিসম্প্রসারণ অধিদপ্তর জয়পুরহাট জেলার উপ-পরিচালক রাহেলা পারভীন, বগুড়ার উপ-পরিচালক সোহেল মোঃ সামসুদ্দীন ফিরোজসহ বগুড়াঅঞ্চলের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কর্মশালায় জানানো হয় যে,  খামারী অ্যাপটি বাংলায় প্রস্তুত করায় সহজেই বোঝা যায়, ব্যবহার পদ্ধতি কৃষি বান্ধব। এটি ট্যাব ও মোবাইল ডিভাইসে ব্যবহার করা যাবে। যার মাধ্যমে জমির উপযোগী সঠিক ফসল নির্বাচন, মাটির উর্বরতা মান অনুযায়ী কৃষি জমির অবস্থান, ইউনিয়ন ভিত্তিক ফসল বিন্যাস অনুযায়ী সুষম সার সুপারিশ ও প্রয়োগ পদ্ধতি, যা ফলন বৃদ্ধি মাটির স্বাস্থ্য রক্ষাসহ পরিবেশ দূষণ রোধে সহায়ক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরীর অব্যাহত ভাঙনে ‘জলুবরের’ অস্তিত্ব হুমকির মুখে

নীলফামারীতে স্কুলছাত্রী অপহরণ ও ধর্ষণের দায়ে যুবকের ১৩ বছর কারাদন্ড

রংপুরে স্বর্ণের দোকানে চুরি

বগুড়ায় ৪ আগস্টের ঘটনায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবকলীগের ৫ নেতাকর্মী রিমান্ডে

জনবল সংকটে রংপুর বিভাগের অধিকাংশ সরকারি হাসপাতাল

বগুড়ায় জাতীয় সঙ্গীত গাওয়া কর্মসূচিতে হামলা