সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সরকারি জমিতে মাটি কাটায় বাধা দেওয়ায় গ্রাম পুলিশের পরিবারের ওপর হামলা, আহত ৩

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সরকারি সম্পত্তিতে অবৈধভাবে ভেকু মেশিন দিয়ে মাটি কাটায় বাধা দেওয়ায় এক গ্রাম পুলিশের পরিবারের উপর হামলা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নের পঞ্চক্রোশী গ্রামে।
এই ঘটনায় গ্রাম পুলিশ শ্রী রতন কুমার ও তার ভাই শ্রী বৃষ্ণ কুমার ও বাবা খেপু হলদার আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় এ ব্যাপারে গ্রাম পুলিশ রতন কুমার উল্লাপাড়া মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
রতন কুমার অভিযোগ করেন, তার গ্রামের পাশে পঞ্চক্রোশী বিলে সরকারি খাস জমিতে ভেকু মেশিন লাগিয়ে এই গ্রামের মো: ইসলাম মন্ডল ও তার ভাই আওলাদ মন্ডল অবৈধভাবে কয়েকদিন ধরে মাটি কাটছিলেন। বিষয়টি উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা অবহিত হয়ে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের ৯ নম্বর ওয়ার্ডের সদস্য নাসির উদ্দিনকে মাটি কাটা বন্ধ করার নির্দেশ দেন।
আরও পড়ুনএই নির্দেশনা অনুযায়ী তিনি (রতন) কয়েকদিন আগে ঘটনাস্থলে গিয়ে মাটিকাটা বন্ধ করেন। এসময় মাটি কাটার সঙ্গে জড়িত ইসলাম মন্ডল ও তার ভাই আওলাদ মন্ডল তাদেরকে দেখে নেওয়ায় হুমকি দেয়। পরে এই ঘটনার রেশ ধরে গতকাল মঙ্গলবার সকালে কথিত ইসলাম মন্ডল ও তার ভাই আওলাদ মন্ডল গ্রাম পুলিশ রতন কুমারের বাড়িতে গিয়ে হামলা করে। তারা লাঠিসোটা দিয়ে তাকে এবং তার ভাই ও বাবাকে মারধর করে। এতে তারা আহত হন। বিষয়টির ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নিতে তিনি থানা পুলিশকে অনুরোধ জানিয়েছেন।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাকিবুল হাসান জানান, রতন কুমার একটি অভিযোগপত্র দিয়েছেন। বিষয়টি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
মন্তব্য করুন