ভিডিও রবিবার, ২৪ আগস্ট ২০২৫

উত্তরের আট জেলায় এবার কোরবানির জন্য ১৯ লাখ ৮০ হাজার কোবানির পশু প্রস্তুত

উত্তরের আট জেলায় এবার কোরবানির জন্য ১৯ লাখ ৮০ হাজার কোবানির পশু প্রস্তুত

রংপুর প্রতিনিধি : রংপুর বিভাগের আট জেলায় এবার কোরবানির জন্য ১৯ লাখ ৮০ হাজার কোবানির পশু প্রস্তুত রাখা হয়েছে। স্থানীয় চাহিদা মিটিয়ে উদ্বৃত্ত থাকবে ৫ লাখ ৬৮ হাজারের বেশি পশু। রংপুর জেলায় নিবন্ধনকৃত খামার রয়েছে প্রায় চার হাজার।

চলতি মাসের শেষ সপ্তাহ থেকে রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকারগাঁও ও পঞ্চগড় জেলার বিভিন্ন হাটে আনুষ্ঠানিকভাবে পশু কেনাবেচা শুরু হবে বলে জানিয়েছে প্রাণিসম্পদ দফতর।

তবে বিভাগের সীমান্তবর্তী, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, দিনাজপুর, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার সীমান্তগুলো দিয়ে যেন চোরাইপথে অবৈধভাবে ভারতীয় গরু দেশে প্রবেশ করতে না পারে সেজন্য সীমান্তরক্ষী বাহিনী ও পুলিশ সদস্যদের কঠোর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন এখানকার খামারিরা।

আরও পড়ুন

রংপুর নগরীর ভাট্টাবাড়ি এলাকার রাজু ডেইরি খামারের মালিক হোসেন আলী  জানান, এবার কোরবানির ঈদের জন্য তার খামারে ৮০ হাজার থেকে ৩ লাখ টাকা দামের বিভিন্ন জাতের প্রায় শতাধিক গরু রয়েছে। অনেকে এসে খামার পরিদর্শন করে গরু কেনার জন্য অগ্রিম বায়না করে গেছেন। আশা করি এ মাসের মধ্যে সব গুরু বিক্রি হয়ে যাবে।

রংপুর নগরীর খামার মালিকেরা জানান, দেশে পর্যাপ্ত গরু রয়েছে। কোনোভাবেই যাতে ভারত থেকে গরু না আসতে পারে সেদিকে প্রশাসনকে নজর রাখতে হবে। রংপুর প্রাণিসম্পদ অধিদফতরের বিভাগীয় পরিচালক ডা. মো. আব্দুল হাই সরকার জানান, গরু চোরাচালান রোধে ব্যবস্থা নেয়া হয়েছে। এবার পার্শ্ববর্তী কোনো দেশ থেকেই গবাদিপশু আসবে না। ফলে খামারিরা গরুর ভালো দাম পাবেন।

রংপুর ডেইরি ফার্মাস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক এসএম আসিফুল ইসলাম জানান, গরু চোরাচালান বন্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কারণ ভারতীয় গরু অবৈধভাবে দেশে প্রবেশ করলে ক্ষতিগ্রস্ত হবে ছোট-বড় খামারিরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হয়েছে যে ছাত্রদল নির্বাচন চায় না: ভিপি প্রার্থী আবিদ | Daily Karatoa

সিরাজগঞ্জে ছাব্বির হত্যা মামলায় ৭ জনের যাবজ্জীবন

খুলনা বিশ্ববিদ্যালয়ের ১০ শিক্ষার্থীকে বৃত্তি দিলো প্রাণ-আরএফএল

ইবিতে সাবেক প্রক্টরের বহিষ্কার দাবিতে বিক্ষোভ মিছিল

স্টেডিয়ামের অবস্থা দেখে কান্না চলে এসেছে : বিসিবি সভাপতি

ভূঞাপুরে আওয়ামী লীগ নেতাকে ধরতে গিয়ে আহত ৪ পুলিশ