ভিডিও বুধবার, ১৪ মে ২০২৫

বগুড়ার শাজাহানপুরে দেড়শ’ বছরের ঐতিহ্য টেংগামাগুর মেলা অনুষ্ঠিত

বগুড়ার শাজাহানপুরে দেড়শ’ বছরের ঐতিহ্য টেংগামাগুর মেলা অনুষ্ঠিত। ছবি : দৈনিক করতোয়া

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি : হাজারো ভক্তের প্রণাম, শ্রদ্ধার্ঘ্য, পূজা-অর্চণা, মানসা ও পাঠাবলীর মধ্য দিয়ে আজ মঙ্গলবার (১৩ মে) বগুড়ার শাজাহানপুরে অনুষ্ঠিত হয়েছে প্রায় দেড়শ’ বছরের ঐতিহ্যবাহী শীতলা বুড়িমাতা পূজা ও টেংগামাগুর মেলা।

শীতলা বুড়িমাতা’র প্রতীমায় প্রণাম, পূজা-অর্চণা, মানসা ও পাঠাবলী দিলে রোগ ব্যাধি, বিপদ-আপদ থেকে মুক্তি মিলে ভক্তবৃন্দের মাঝে এমন ধর্মীয় সংস্কৃতি চলে আসছে যুগ যুগ ধরে। সে বিশ্বাস থেকেই প্রায় দেড়শ’ বছর যাবত প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার উপজেলার টেংগামাগুর নামক স্থানে অনুষ্ঠিত হচ্ছে শীতলা বুড়িমাতা’র পূজা। একইসাথে একই দিনে বসছে টেংগামাগুর মেলা।

সোমবার বিকাল থেকেই মন্দিরের আশপাশে মেলার দোকানপাট বসা শুরু হয়। লিচু, আম, তরমুজ, বাঙ্গি, জামরুলসহ গ্রীষ্মের ফল-মূলই হলো মেলার বিশেষ আকর্ষণ। মেলায় গিয়ে হরেক রকমের খেলনা কেনা ও নাগর দোলাসহ নানা রকমের রাইডে চড়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে ওঠে কোমলমতি শিশুরা। শুধু তাই নয়, মধ্যবসয়সী অনেকেই নাগরদোলায় দোল খেতে গিয়ে মনের অজান্তেই ফিরে গেছেন শিশু বেলায়।

মেলায় কাঠের আসবাবপত্র, লোহার সামগ্রী, বাঁশ-বেতের জিনিসপত্রও কেনেন স্থানীয়রা। সব মিলিয়ে এ এলাকার মানুষেরা একটি অন্যতম উৎসব হিসেবেই নিয়েছেন টেংগামাগুর মেলা। তাই মেলাকে ঘিরে এলাকার প্রতিটি বাড়ি ভরে ওঠে নাইওরিতে।

আরও পড়ুন

শাজাহানপুর, শেরপুর, নন্দীগ্রাম ও কাহালু উপজেলা থেকে হিন্দু সম্প্রদায়ের কয়েক হাজার ভক্ত টেংগামাগুর শীতলা বুড়িমাতা মন্দিরে সমবেত হন। আজ মঙ্গলবার (১৩ মে) সকাল ৬টা থেকে বিকাল ৫টা পর্যন্ত একটানা চলে পূজা-অর্চণা, ভক্তি নিবেদন। মানসা হিসেবে ভক্তরা নিয়ে আসেন কবুতর, দুধ, কলা, সন্দেশ, আম, লিচু, তরমুজ, বাঙ্গী ইত্যাদি। বিকাল ৫টার পর করা হয় পাঠাবলী।

বুড়িমাতা পূজার পুরোহিত বগুড়ার নন্দীগ্রাম উপজেলার কল্যান নগর গ্রামের বাসিন্দা ভরত চন্দ্র গোস্বামী জানান, তিনি ৩০ বছর যাবত টেংগামাগুর শীতলা বুড়িমাতা’র পূজা করে আসছেন। তার বাবা এবং দাদাও পুরোহিতের দায়িত্ব পালন করে স্বর্গবাসি হয়েছেন।

শীতলা বুড়িমাতা পূজা উদযাপন কমিটির সদস্য অর্জুন চন্দ্র প্রামাণিক জানান, প্রায় দেড়শ’ বছর আগে পূর্বপুরুষরা শীতলা বুড়িমাতা পূজার সূচনা করেন। বর্তমানে শাজাহানপুরের ৮ পাড়ার হিন্দু সম্প্রদায়ের মানুষ একত্রিত হয়ে ‘শীতলা বুড়িমাতা পূজা উদযাপন কমিটি’ নামের একটি কমিটি গঠন করেছেন। এই কমিটি প্রতি বছর বৈশাখ মাসের শেষ মঙ্গলবার বুড়িমাতা পূজার আয়োজন করে আসছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জয়পুরহাটে জামিন নিতে এসে কারাগারে গেলেন দুই আওয়ামী লীগ নেতা

বগুড়ার ধুনটে ১১০ কোটি টাকার ভুট্টা উৎপাদন, কৃষকের লাভ দ্বিগুনেরও বেশি

রাজশাহীতে রেফারি প্রশিক্ষণ শুরু

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, গ্রেফতার ১

উত্তরের আট জেলায় এবার কোরবানির জন্য ১৯ লাখ ৮০ হাজার কোবানির পশু প্রস্তুত

বগুড়ার নন্দীগ্রামে তারুণ্য গড়তে একাট্টা বিএনপির সহযোগী সংগঠন