ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

বিক্রম মিশ্রি ও তার মেয়ে ভারতে ব্যাপক সমালোচনার মুখে

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি । ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের সর্বোচ্চ কূটনীতিবিদ তথা দেশটির পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি নিজের মেয়েকে নিয়ে দেশবাসীরই একাংশের কাছ থেকে ব্যাপক ট্রলিংয়ের শিকার হয়েছেন। এই ঘটনার পর ব্যক্তিগত এক্স অ্যাকাউন্ট লক করে রেখেছেন তিনি। তার এক্স হ্যান্ডলটি এখন প্রাইভেট করে দেওয়া হয়েছে, যেখানে বাইরের কেউ এসে কোনো কমেন্ট করতে পারবেন না।

পাকিস্তানের বিরুদ্ধে ভারতের চালানো ‘অপারেশন সিঁদুরের সময় নিয়মিত অভিযানের নানা দিক নিয়ে সাংবাদিকদের ব্রিফ করে আসছেন বিক্রম মিশ্রি। কার্যতই সে সময় ভারতের মুখ হয়ে উঠেছেন তিনি। তবে ট্রলিংয়ের শিকার হলেও বহু মানুষের কাছ থেকে প্রবল সমর্থনও পাচ্ছেন বিক্রম মিশ্রি।ভারতে বিভিন্ন দলের শীর্ষ রাজনীতিবিদ ও নানা শ্রেণি-পেশার মানুষ পররাষ্ট্র সচিবের পাশে দাঁড়িয়েছেন এবং তার পেশাদারিত্ব ও কূটনৈতিক দক্ষতার ভূয়সী প্রশংসা করছেন। তবে এর আগে সোশ্যাল মিডিয়ায় একদল ব্যবহারকারী বিক্রম মিশ্রিকে ‘গাদ্দার’ (বেইমান) ও ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ করেছেন।

ভারতের পররাষ্ট্রসচিব বিক্রম মিশ্রি ও তার একমাত্র কন্যা ডিডন মিশ্রি। ছবি: সংগৃহীত। 

পররাষ্ট্র সচিবের সঙ্গে তার একমাত্র কন্যা ডিডন মিশ্রিকে জড়িয়েও অনেকে তাদের ‘একটা নির্লজ্জ লোক আর নির্লজ্জ পরিবার’ বলে আক্রমণ করেছেন। এমনকি সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দেওয়া হয়েছে ডিডন মিশ্রির ব্যক্তিগত মোবাইল নাম্বারও।ভারতের এই সর্বোচ্চ কূটনীতিক যখন চূড়ান্ত পেশাদারি দক্ষতায় ও দারুণ সফলভাবে নিজের দায়িত্ব পালন করছেন বলে অনেক ভারতীয় মনে করছেন, তখন দেশেরই আর একটা অংশের কাছ থেকে এ ধরনের ট্রলিং এবং ব্যক্তিগত আক্রমণ ও কুৎসা নিয়ে সারাদেশ জুড়েই ব্যাপক আলোচনা সমালোচনা চলছে।

গত শনিবার (১০ মে) ভারতীয় সময় রাত ১১টার সময় শেষবারের মতো সংবাদমাধ্যমের সামনে এসেছিলেন বিক্রম মিশ্রি। সে সময় তিনি পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘন করার অভিযোগ আনেন। এর কয়েক ঘন্টা পরেই তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট লক করে দেওয়া হয়। তারপর থেকে তিনি আর প্রকাশ্যে আসেননি।বিক্রম মিশ্রি ও তার মেয়েকে নিয়ে লোকজন ক্ষুব্ধ কেন?
১৯৮৯ ব্যাচের ইন্ডিয়ান ফরেন সার্ভিস অফিসার বিক্রম মিশ্রি গত বছরের জুলাই মাসে ভারতের পররাষ্ট্র সচিবের পদে বসেন। ভারতের অন্তত তিনজন প্রধানমন্ত্রী আই কে গুজরাল, মনমোহন সিং ও নরেন্দ্র মোদীর ব্যক্তিগত সচিব হিসেবে কাজ করার অভিজ্ঞতা আছে বিক্রম মিশ্রির, যা সরকারের খুব সিনিয়র কর্মকর্তাদের মধ্যেও অত্যন্ত বিরল।ভারতে পেশাদার আমলারা সচরাচর পর্দার আড়ালেই থাকেন, কিন্তু গত ৭ মে (বুধবার) পাকিস্তানে ভারতের অভিযানের পর দিল্লিতে সকালের ব্রিফিংয়ে নেতৃত্ব দিতে দেখা যায় বিক্রম মিশ্রিকেই। তার সঙ্গে ছিলেন সামরিক বাহিনীর দুজন নারী কর্মকর্তাও।

সেই ব্রিফিং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ও ভারতের প্রায় সব চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হয়েছিল আর তখন থেকেই বিক্রম মিশ্রি দেশের কোনায় কোনায় একটি পরিচিত নাম হয়ে ওঠেন।

কিন্তু সেই বিক্রম মিশ্রিই যখন শনিবার (১০ মে) সন্ধ্যায় ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির কথা নিশ্চিত করেন, তারপর থেকেই ভারতের একদল নেটিজেন তার বিরুদ্ধে সোশ্যাল মিডিয়ায় বিষোদ্গার করা শুরু করেন।তাদের পোস্ট দেখে মনে হয়েছে, পহেলগাম হামলার ‘বদলা’ নিতে ভারতের পাকিস্তানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়া উচিত ছিল বলে তারা মনে করছেন এবং যুদ্ধবিরতিতে ভারতের রাজি হওয়ার ‘হতাশা’ তারা বিক্রম মিশ্রির ওপরেই চাপিয়ে দিচ্ছেন। সেই সঙ্গেই তারা আক্রমণের নিশানা হিসেবে যুক্ত করেছেন পররাষ্ট্র সচিবের একমাত্র কন্যা ডিডন মিশ্রিকেও।

প্রায় এক দশক আগে বিক্রম মিশ্রি সোশ্যাল মিডিয়ায় তার স্ত্রী ও কন্যার সঙ্গে একটি ফ্যামিলি ফটো পোস্ট করে নিজের পরিবারের সঙ্গে দুনিয়ার পরিচয় করিয়ে দিয়েছিলেন। সঙ্গে ক্যাপশন ছিল, এযাবত আমার জীবনের শ্রেষ্ঠ অর্জন।

আরও পড়ুন

সেই ছবিটিকেও তুলে এনে বিক্রম মিশ্রি ও তার পরিবারকে আক্রমণের নিশানা করা হতে থাকে। ডিডন মিশ্রি এখন লন্ডনে একজন আরবিট্রেশন আইনজীবী হিসেবে কর্মরত, কিন্তু প্রায় এক দশক আগে একজন আইনের ছাত্রী হিসেবে ভারতে তার লেখা কিছু নিবন্ধ ও গবেষণাপত্রের সূত্র ধরেই তাকে আক্রমণের নিশানা করা হয়।তিনি তখন দ্য ওয়্যার পোর্টালে শিক্ষানবিশ হিসেবেও কিছুদিন কাজ করেছেন। কিন্তু এই সংবাদমাধ্যমের সঙ্গে ভারত সরকারের কখনোই তেমন সুসম্পর্ক ছিল বলা যাবে না। এখন গত কদিনে খুঁজে বের করা হয়েছে দ্য ওয়ারে লেখা ডিডন মিশ্রির পুরোনো নিবন্ধগুলোও।

তিনি তখন গবেষণা করতেন ভারতে আসা রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে, এই বিষয়টিকেও আক্রমণের যুক্তি হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সামাজিক মাধ্যমে জে আর নায়ার নামের এক ব্যবহারকারী লিখেছেন, সবচেয়ে শকিং ব্যাপার হলো যখন আপনারা জানবেন বিক্রম মিশ্রির মেয়ে ঠিক কী করেন! তিনি রোহিঙ্গাদের আইনি সহায়তা দেন! এখন আবার লন্ডনে পাড়ি দিয়েছেন!মিশ্রি পরিবারের পক্ষেও সমর্থন
হায়দ্রাবাদের এমপি তথা এআইএমআইএম দলের নেতা আসাদউদ্দিন ওয়াইসি পোস্ট করেছেন, বিক্রম মিশ্রি একজন সৎ ও দক্ষ কূটনীতিবিদ যিনি দেশের জন্য নিরলসভাবে কাজ করে চলেছেন।

ওয়াইসি মনে করিয়ে দিয়েছেন, আমাদের সিভিল সার্ভেন্টরা নির্বাহী বিভাগের অধীনে কাজ করেন – ফলে প্রিয় মাতৃভূমিকে চালাচ্ছে যে রাজনৈতিক নেতৃত্ব, তাদের নেওয়া সিদ্ধান্তের জন্য আমলাদের দায়ী করা চলে না।

বিক্রম মিশ্রি নিজে জম্মু ও কাশ্মীরের লোক, তার সমর্থনে মুখ খুলেছেন ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের কংগ্রেস নেতা সালমান আনিজ সোজ। তিনি বলেছেন, একজন কাশ্মীরি ভারতকে গর্বিত করেছেন। যত খুশি ট্রলিং করুন, দেশের জন্য তার অবদানকে কিছুতেই খাটো করতে পারবেন না।ওনাকে ধন্যবাদ না দিতে পারুন, অন্তত মুখটা বন্ধ রাখতে শিখুন-ট্রলকারিদের এমন পরামর্শ দিয়েছেন তিনি।
কংগ্রেসের প্রথম সারির নেতা শচীন পাইলটও সোশ্যাল মিডিয়াতে বিক্রম মিশ্রিকে ট্রলিংয়ের তীব নিন্দা করে বলেছেন, পররাষ্ট্র সচিবের মতো যে পেশাদার আমলারা দেশের জন্য প্রাণপাত করছেন তাদের বিরুদ্ধে এ ধরনের আক্রমণ কখনোই গ্রহণযোগ্য নয়।

ফ্যাক্ট চেকিং ওয়েবসাইট অল্ট নিউজের অন্যতম প্রতিষ্ঠাতা মোহাম্মদ জুবেইর সামাজিক মাধ্যমে এক পোস্টে লিখেছেন, প্রথমে এরা পড়লো পহেলগামে নিহত নৌবাহিনীর অফিসার বিনয় নারওয়ালের স্ত্রী হিমাংশী নারওয়ালকে নিয়ে। এখন আবার সেই লোকজনই পররাষ্ট্র সচিব ও তার কন্যাকে হেনস্থা করছে, মোবাইল নাম্বার ফাঁস করে দেওয়া হচ্ছে।

কমেডিয়ান বীর দাস মন্তব্য করেছেন, বিক্রম মিশ্রি জাস্ট অসাধারণ। ঠিক যেমন কর্নেল সোফিয়া কুরেশি ও উইং কমান্ডার ভ্যোমিকা সিং! যারা এদের নিয়ে অন্যরকম ভাবছেন তারা মূর্খ!সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী করুণা নন্দী বলেছেন, সাম্প্রতিক সংঘাতের সময় বিক্রম মিশ্রি যেভাবে দেশের সেবা করেছেন সেজন্য প্রত্যেক ভারতীয়র তার প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। মিশ্রি ও তার পরিবারের বিরুদ্ধে যারা ‘ক্রাইম’ করছেন তাদের প্রত্যেকের বিচার হওয়া উচিত বলে মনে করেন তিনি।ভারতের সুপরিচিত সম্পাদক ও সোশ্যাল মিডিয়াতে অত্যন্ত সক্রিয় বীর সাংভি এই ট্রলারদের উদ্দেশে সংক্ষিপ্ত মন্তব্য করেছেন, এরা মানবতার জঞ্জাল!

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার ধুনটে যুবদল নেতার ওপর ককটেল হামলা, গ্রেফতার ১

উত্তরের আট জেলায় এবার কোরবানির জন্য ১৯ লাখ ৮০ হাজার কোবানির পশু প্রস্তুত

বগুড়ার নন্দীগ্রামে তারুণ্য গড়তে একাট্টা বিএনপির সহযোগী সংগঠন

দেশি ফলের আড়ৎ স্থানান্তর হলেও বগুড়ার স্টেশন রোড এবার মিনি ট্রাকের দখলে

আজমিরীগঞ্জে পূর্ব বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫০

বগুড়ায় আলোচিত নূর আলম হত্যা মামলার দুই আসামি গ্রেফতার