ছোট স্ত্রী ও তার মা গ্রেফতার
বগুড়ার শিবগঞ্জে ২য় স্ত্রীকে মারপিট করে মাথার চুল কেটে দিয়েছে সতিন

শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শিবগঞ্জে ছোট স্ত্রী কর্তৃক ২য় স্ত্রীকে মারপিট করে মাথার চুল কেটে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় থানার মামলা দায়ের করা হলে পুলিশ ছোট স্ত্রী এবং তার মাকে গ্রেফতার করেছে।
মামলা সূত্রে জানা গেছে, উপজেলার আটমূল ইউনিয়নের কুড়াহার মন্ডলপাড়া গ্রামের বিপুল চন্দ্রের ২য় স্ত্রী শ্রীমতি বীনা রানী(২৮) ও তার শিশু কন্যা সুভশ্রীকে নিয়ে বগুড়া শহরের চেলোপাড়া এলাকায় বাড়ি ভাড়া নিয়ে বসবাস করেন। বিপুল চন্দ্রের পূর্ব পরিচিত শিবগঞ্জ উপজেলা সদরের বানাইল গ্রামের সাধন মহন্তের কন্যা স্বপ্না রানীর (২৮) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে।
একপর্যায়ে গত কয়েক মাস পূর্বে স্বপ্না রানীকে বিয়ে করেন। তারপর থেকে বিপুল চন্দ্র ও তার ২য় স্ত্রী বীনা রানীর সাথে মাঝে মধ্যে এ বিষয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকতো। হঠ্যাৎ গত ৮ মে ২য় স্ত্রী বীনা রানী জানতে পারেন তার স্বামী বানাইল গ্রামে আর একটি বিয়ে করেছে। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ওই দিন (বৃহস্পতিবার বীনা তার শিশু কন্যাকে নিয়ে বানাইল গ্রামের ছোট স্ত্রীর বাড়িতে আসেন এবং কথা কাটাকাটির একপর্যায়ে ২য় স্ত্রী বীনা রানী ছোট স্ত্রীকে বলেন তোমার কথা মতো আমি তোমার বাড়িতে এসেছি।
তুমি যে আমার স্বামীকে বিয়ে করেছ বিয়ের রেজিঃ কাগজ দেখাও। এনিয়ে সংঘর্ষের একপর্যায়ে সাধন মহন্তের স্ত্রী শ্রীমতি সপ্তমী রানী (৫০) তার মেয়ে স্বপ্না রানী(২৮) ও সাধনের অপর কন্যা পুতুল রানী (২২) বীনা রানীকে মারপিট করে আহত করে।
আরও পড়ুনএকপর্যায়ে তার মাথার চুল কেচি দিয়ে কেটে ফেলে। বর্তমানে বীনা রানী শিবগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এব্যাপারে বীনা রানী বলেন আমি শুনেছি আমার স্বামী আবারো বিয়ে করেছে। তার বিয়ের রেজিঃ কাগজ দেখার জন্য আমি এসেছিলাম। তারা আমাকে মারপিট করে এবং মাথার চুল কেটে ফেলে। এব্যাপারে ছোট স্বপ্না রানী বলেন আমরা তাকে মারপিট করিনি এবং মাথার চুল কেটে দেইনি।
সে পরিকল্পিত ভাবে নিজের মাথার চুল নিজেই কেটে আমাদের বাসায় এসে এ ধরনের ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে বিপুল চন্দ্র বলেন ইতি পূর্বে আমার ২য় স্ত্রী বীনা রানী আমার প্রতিপক্ষের পরামর্শে আমার নামে বিভিন্ন কুৎসা রটায়। একারনেই আমি স্বপ্না রানীকে বিয়ে করিতে বাধ্য হয়েছি। ছোট স্ত্রী কর্তৃক ২য় স্ত্রীকে মারপিট ও মাথার চুল কাটা সম্পর্কে জানতে চাওয়া হলে তিনি বলেন ঘটনার সময়ে আমি বানাইল গ্রামে ছিলাম না।
এ ঘটনায় আজ শুক্রবার (৯ মে) সন্ধ্যায় বীনা রাণী বাদী হয়ে ৩জনকে আসামি করে মামরা দায়ের করলে পুলিশ বিপুলের ছোট স্ত্রী স্বপ্না রাণী ও তার মা সপ্তমী রানীকে গ্রেফতার করছে। এ ব্যাপারে থানা অফিসার ইনচার্জ শাহীনুজ্জমান শাহীন বলেন এ ঘটনায় মামলা দায়ের পর অভিযুক্ত মা ও মেয়েকে গ্রেফতার করা হয়েছে।
মন্তব্য করুন