ভিডিও মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নৈশ প্রহরী নিহত

বগুড়ায় ট্রেনের ধাক্কায় নৈশ প্রহরী নিহত, প্রতীকী ছবি

স্টাফ রিপোর্টার : বগুড়ায় ট্রেনের ধাক্কায় এরশাদ আলী (৩৩) নামে একজন নৈশ প্রহরী নিহত হয়েছেন। তিনি লালমনিরহাটের কুলাঘাটা এলাকার আহমদ আলীর ছেলে। তবে তিনি পরিবার নিয়ে শহরের কাটনারপাড়ায় ভাড়া বাড়িতে বসবাস করেন। তিনি শহরের পুরান বগুড়া ওয়াবদা গেট এলাকায় নেরোলা ক্স রংগের ডিপোতে নৈশ প্রহরী পদে চাকরি করতেন।

নিহত এরশাদ আলীর স্ত্রী হাছিনা খাতুন বলেন, তার স্বামী গতকাল বুধবার রাত পোনে ৮ টার দিকে ডিউটির জন্য বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যাচ্ছিলেন। পথে তিনি পুরান বগুড়ায় ওয়াবদা গেটের কাছে তার কর্মস্থলে যাওয়ার সময় রেল লাইন পার হচ্ছিলেন। কিন্তু এ সময় তিনি অসাবধানতাবশত ট্রেনের সাথে খেয়ে গুরুতর আহত হন। এরপর স্থানিয় লেঅকজন তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে দেয়। কিন্তু সেখানে ভর্তির পর পরই  রাত সাড়ে ৯ টার দিকে তিনি মারা যান।

আরও পড়ুন

এব্যাপারে বগুড়া রেল স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো: শফিকুল ইসলাম বলেন লালমনিরহাট থেকে সান্তাহারগামী পদ্মরাগ  নামে ট্রেনের ধাক্কায় নৈশ প্রহরী এরশাদ আলী মারা গেছেন। এ বিষয়ে অস্বাভাবিক মৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মির্জা ফখরুলের নেতৃত্বে ‘জুলাই ঘোষণাপত্র’ অনুষ্ঠানে যাবেন বিএনপির ৫ নেতা

জুলাই গণঅভ্যুত্থান দিবসে বন্ধ থাকবে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি

নাটোরের বাগাতিপাড়ায় দুই হাজার একর ফসলি জমি তলিয়ে গেছে : বাঁধ ভাঙায় মামলা

সিরাজগঞ্জে সব ধরনের সবজির দাম বৃদ্ধি

বগুড়ার শেরপুরে তিন গ্রামের ৪শ’ পরিবারের পানিবন্দি জীবন

নওগাঁয় সাপের কামড়ে এক শিক্ষার্থীর মৃত্যু