ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

পাক-ভারত সংঘাত

এসএসসি, এইচএসসিসহ সব বোর্ডপরীক্ষা স্থগিত করল পাকিস্তান

এসএসসি, এইচএসসিসহ সব বোর্ডপরীক্ষা স্থগিত করল পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ক্ষেপণাস্ত্র হামলার পর এসএসসি, এইচএসসিসহ সব বোর্ড পরীক্ষা স্থগিত করেছে পাকিস্তান। পাকিস্তানের বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক সংস্থা বোর্ড অব ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশনের (বিআইএসই) এক মুখপাত্রের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে জিও নিউজ।

গত মাসের শেষ দিকে এইচএসসি ও এসএসসি পরীক্ষা শুরু হয়েছে পাকিস্তানে আজ বুধবার এইচএসসি পরীক্ষার্থীদের ইসলামিয়াত (ঐচ্ছিক) এবং প্রিন্সিপালস অব অ্যাকাউন্টিং থিওরি ২য় পত্রের পরীক্ষা ছিল। আর এসএসসি পরীক্ষার্থীদের ছিল কম্পিউটার সায়েন্স ব্যাবহারিক পরীক্ষা।

বিআইএসই-এর মুখপাত্র জিও নিউজকে বলেন, পরিবর্তিত পরিস্থিতির কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরবর্তী সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।”

গত ২২ এপ্রিল ভারতের জম্মু ও কাশ্মিরের পেহেলগামে ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনাকে ঘিরে প্রায় ২ সপ্তাহ পাকিস্তানের সঙ্গে উত্তেজনা চলার পর বুধবার পাকিস্তানের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। ভারতের প্রতিরক্ষা বাহিনী এই অভিযানের নাম দিয়েছে ‘অপারেশন সিঁদুর’।

বুধবার মধ্যরাতে পাকিস্তান ও পাকিস্তান অধিকৃত কাশ্মিরের অন্তত ৯টি স্থানে হামলা চালিয়েছে ভারতীয় সামরিক বাহিনী, মাত্র ২৫ মিনিটে অন্তত ২৪ ক্ষেপণাস্ত্র ছুড়েছে পাকিস্তানে। এতে পাকিস্তানে কমপক্ষে ৭০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে ভারত, যদিও পাকিস্তান দাবি—ভারতের হামলায় যে নিহত হয়েছে ২৬ জন।

আরও পড়ুন

অন্যদিকে, কাশ্মির সীমান্তের নিয়ন্ত্রণ রেখা (এলওসি) বরাবর ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ভারত-শাসিত কাশ্মিরে অন্তত ১০ জন নিহত ও ৩০ জনেরও বেশি আহত হয়েছেন।

পাকিস্তান দাবি করেছে, তারা ভারতীয় অন্তত পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। তবে ভারতীয় কর্মকর্তারা জম্মু-কাশ্মিরে এখন পর্যন্ত তিনটি ভারতীয় বিমান বিধ্বস্ত হয়েছে বলে স্বীকার করেছেন।

সূত্র : জিও টিভি

এসএমডব্লিউ

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ