ভিডিও মঙ্গলবার, ০৬ মে ২০২৫

তৃতীয় শ্রেণির শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

ঢাকার ধামরাইয়ে তৃতীয় শ্রেণির এক মাদ্রাসাছাত্রকে বলাৎকারের অভিযোগে শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করেছেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম। 

এর আগে রবিবার (৪ মে) রাত আড়াইটার দিকে উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকায় তালিমুল কোরআন  মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, উপজেলার রোয়াইল ইউনিয়নের খরারচর এলাকায় তালিমুল কোরআন মাদ্রাসার আবাসিকে রেখে ভুক্তভোগী ওই ছাত্রকে পড়াশোনা করান তার মা আকলিমা আক্তার। আকলিমা আক্তারের স্বামী একজন সৌদি আরব প্রবাসী। রবিার রাত আড়াইটার দিকে ভুক্তভোগী ছাত্র আবদুল্লাহকে ডেকে শিক্ষকের থাকার  টিনসেড ঘরে নিয়ে বলাৎকার করেন ওই শিক্ষক। পরে সোমবার (৫ মে) সকালে ভুক্তভোগী ছাত্র মাদ্রাসা থেকে বাড়ি গিয়ে মায়ের কাছে বিস্তারিত বললে তিনি বাদী হয়ে ধামরাই থানায় একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে ধামরাই থানা পুলিশ ওই শিক্ষককে গ্রেপ্তার করে। 

আরও পড়ুন

ভুক্তভোগী ছাত্রের মা আকলিমা আক্তার বলেন, আমার নাবালক ছেলের সঙ্গে এমন ন্যাক্কারজনক ঘটনা কীভাবে একজন শিক্ষক করতে পারে? আমি ওই শিক্ষকের উপযুক্ত শাস্তি চাই যেন আর কোনো শিক্ষক এমন ন্যাক্কারজনক কাজ করতে না পারে। 

এ বিষয়ে ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়ে ওই শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনই ব্যবস্থা চলমান । অভিযুক্ত ওই শিক্ষকের বিরুদ্ধে নারী ও শিশু দমন নির্যাতন আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার (৬ মে) সকালে তাকে আদালতে পাঠানো হবে। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়া মন্ডল নিউ মার্কেটে ফের দোকান জবর দখল চেষ্টার অভিযোগ, সংবাদ সম্মেলন

বগুড়ায় রক্ত দিয়ে ফিরে রক্তাক্ত হলেন ছাত্রদল নেতা ও তার বাবা

উপাচার্যের অপসারণ দাবিতে ববির প্রশাসনিক ভবনে তালা

নওগাঁর আত্রাইয়ে ভটভটি উল্টে চালকের মৃত্যু

মিঠামইনে বজ্রপাতে এক কৃষক নিহত

বগুড়ার শাজাহানপুরে হাটের বাইরে গিয়ে টোল দাবি : ইজারাদারসহ ২৩ জনের বিরুদ্ধে মামলা