শাপলা ও জুলাই গণহত্যার বিচার ও আ’লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ায় মানববন্ধন-বিক্ষোভ

শাপলা ও জুলাই গণহত্যার বিচার এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বাংলাদেশ খেলাফত যুব মজলিস বগুড়া জেলা শাখার উদ্যোগে আজ সোমবার (৫ মে) মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়েছে।
মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মসলিস বগুড়া জেলা শাখার নির্বাহী সভাপতি মাওলানা মুফতী মামুন রহমানী, সাধারণ সম্পাদক মাওলানা ইউসুফ হাবীবী, পৌর শাখার সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আনসারী, সাধারণ সম্পাদক নুরুল উদ্দিন মাহমুদ, যুব শাখার সভাপতি মাওলানা খাদেমুল ইসলাম, যুবনেতা মাওলানা আরিফুল ইসলাম, কামরুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (শ্রমিক উইং) সংগঠক আব্দুল্লাহ আল সানি, বগুড়া জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক মো. সিফাতুল্লাহ সিফাত, সমাবেশ পরিচালনা করেন মাওলানা কামরুল ইসলাম। খবর বিজ্ঞপ্তির।
আরও পড়ুনমন্তব্য করুন