নারায়ণগঞ্জে কারখানায় দগ্ধ চার জনের মধ্যে ২ নিরাপত্তাকর্মীর মৃত্যু

নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে মঞ্জু টেক্সটাইল কারখানার গ্যাসের লাইজার বিস্ফোরণে দগ্ধ চার নিরাপত্তা কর্মীর মধ্যে দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার (৫ মে) সকালে ও রবিবার (৪ মে) দিবাগত রাতে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।
দুই নিরাপত্তা কর্মী হলেন, লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার কালিকাপুর গ্রামের আব্দুল হান্নান (৫০) এবং রূপগঞ্জ উপজেলার রূপসী এলাকার কবির হোসেন (৪৫)। তারা দুই জনই মঞ্জু টেক্সটাইল মিলের নিরাপত্তা কর্মী ছিলেন।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
বিস্ফোরণের পর ফায়ার সার্ভিসের কর্মকর্তা আব্দুল্লাহ আল আরেফিন জানান, ১ মে শ্রমিক দিবসে কারখানাগুলোর উৎপাদন কার্যক্রম বন্ধ থাকায় উচ্চ চাপে গ্যাসের মিটার বাস্ট হয়। সেখান থেকে আগুন ধরে যায়। এতে চার নিরাপত্তাকর্মী দগ্ধ হন। বিস্ফোরণের পর ফায়ার সার্ভিস পৌঁছানোর আগেই কারখানার লোকজনের সহায়তায় স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলে।
রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী জানান, কারখানার কেউ মামলা করেননি। এ ঘটনার পর পুলিশের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। নিহতদের পরিবার চাইলে মামলা নেওয়া হবে।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের চিকিৎসক শাওন বিন রহমান জানান, শরীরের ৫৩ শতাংশ দগ্ধ অবস্থায় বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন কবির হোসেন। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান। এর আগের দিন রাত ২টা ৪০ মিনিটে আইসিইউতে মারা যান আব্দুল হান্নান। তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।
তিনি আরো জানান, সাইফুল ইসলাম (৩২) নামে আরো একজন চিকিৎসাধীন আছেন। তার শরীরের ৩৪ শতাংশ দগ্ধ হয়েছে।
গত ১ মে সকালে মঞ্জু টেক্সটাইল বন্ধ থাকা অবস্থায় গ্যাসের অতিরিক্ত চাপে মিটার বিস্ফোরণের পর আগুন ধরে যায়। এতে তিন নিরাপত্তা কর্মী গুরুতর আহত হয়।
মন্তব্য করুন