গাইবান্ধার ফুলছড়িতে জলাবদ্ধতা নিরসনের দাবিতে মানববন্ধন

ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা নিরসনে রেগুলেটর (স্লুইস গেট) নির্মাণ ও খাল সংস্কারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হয়েছে। গতকাল সোমবার সকালে ফুলছড়ি উপজেলা সদরের বটতলা চৌরাস্তায় উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন ফুলছড়ি উপজেলা জলাবদ্ধতা নিরসন সংগ্রাম কমিটির আহবায়ক রেবতী বর্মন, কমিউনিস্ট পার্টির ফুলছড়ি উপজেলার সাধারণ সম্পাদক রানু সরকার, সদস্য আব্দুল্লা সরকার, ইউনুস আলী, উত্তম বর্মন, সাধন চন্দ্র বর্মন প্রমুখ।
আরও পড়ুনপরে মানববন্ধনকারীরা বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা চত্বরে গিয়ে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে এ বিষয়ে গাইবান্ধা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর বরাবরে স্মারকলিপি প্রদান করেন।
মন্তব্য করুন