ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

খালেদা জিয়াকে স্বাগত জানানো নিয়ে নতুন নির্দেশনা

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

চিকিৎসার জন্য লন্ডনে যাওয়ার চার মাস পরে দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডনে মাকে বিদায় জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 


সোমবার (৫ মে) লন্ডন থেকে দেশের উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মঙ্গলবার (৬ মে) সকাল ১০টার দিকে তিনি দেশের মাটিতে পা রাখতে পারেন বলে জানিয়েছে দলটি।

এদিকে ওইদিন সকালে এসএসসি পরীক্ষা থাকায় খালেদা জিয়াকে স্বাগত জানানো নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, কাতারের আমিরের পাঠানো র‍য়্যাল এয়ার অ্যাম্বুলেন্সে করে মঙ্গলবার সকালে (সাড়ে ১০টায়) বেগম জিয়া দেশে এসে নামবেন। আবার সকালে এসএসসি পরীক্ষার জন্য বের হবেন শিক্ষার্থীরা। এ অবস্থায় দলের নেতাকর্মীদের বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত ফুটপাত থেকে সড়কে না নামার নির্দেশ দেন তিনি।
 
পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও কেউ যেন সড়কে না নামতে পারে সে বিষয়ে ব্যবস্থা নেয়ার আহ্বান জানান মির্জা ফখরুল।
 
উন্নত চিকিৎসার জন্য গত ৭ জানুয়ারি দেশ ছাড়েন সাবেক প্রধানমন্ত্রী। ৮ জানুয়ারি যুক্তরাজ্যে পৌঁছালে ছেলে তারেক রহমান ও পরিবারের সদস্যরা তাকে স্বাগত জানান। বিমানবন্দর থেকে সরাসরি দ্য লন্ডন ক্লিনিকে ভর্তি হন বেগম জিয়া। ১৭ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ছেলের বাসায় ওঠেন তিনি। বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধায়নে সেখানে থেকেই চিকিৎসা নেন বিএনপি চেয়ারপারসন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে সৈয়দ মিজানুর রহমান-এর নিয়োগ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের এমটিও ডেভেলপমেন্ট প্রোগ্রামের উদ্ধোধন

বাঁশের তৈরি সামগ্রীর চাহিদা কমে যাওয়ায় জয়পুরহাটে কারিগরদের দুর্দিন

যৌতুকের বলি চার সন্তানের জননী স্বামী ও শ্বশুরের ফাঁসির দাবি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চাচাকে অপহরণ করতে গিয়ে ভাতিজাসহ তিন অপহরণকারী আটক

ইউটিউবের চুরির কৌশলে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক ২