ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

ইউটিউবের চুরির কৌশলে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক ২

ইউটিউবের চুরির কৌশলে মোটরসাইকেল চুরি করতে গিয়ে আটক ২

নিউজ ডেস্ক:  ইউটিউব দেখে শিখেছিলেন চুরির কৌশল। সেই কৌশল কাজে লাগিয়ে দুই যুবক যান মোটরসাইকেল চুরি করতে। ‍তবে, তাদের সেই চেষ্টা সফল হয়নি। হাইড্রোলিক ব্রেক ভাঙার সময় এলাকাবাসীর হাতে আটক হয়েছেন তারা। পরে অভিযুক্তদের পুলিশে সোপর্দ করা হয়। 

সোমবার (৫ মে) বিকেল সাড়ে ৪টার দিকে ঘটনাটি ঘটে। 

আটক যুবকরা হলেন- ঝিনাইদহ সদর উপজেলার বড় গড়িলা গ্রামের ফেটু মিয়ার ছেলে রাসেল হোসেন (২০) ও একই গ্রামের আব্দুর রশিদের ছেলে মিজান হোসেন। তাদের মধ্যে রাসেল হোসেন কালীগঞ্জের সরকারি মাহতাব উদ্দিন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ও মিজান রাজমিস্ত্রির কাজ করেন।

এলাকাবাসী জানান, আজ সোমবার বিকেলে দারুশ শেফা প্রাইভেট হাসপাতালের পেছনে একটি লাল রঙের এ্যাপাসি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভেঙে ফেলেন দুই যুবক। যখন তারা মোটরসাইকেলটির হাইড্রলিক তালা ভাঙছিলেন তখন স্থানীয়দের সন্দেহ হয়। এগিয়ে গেলে তারা সন্দেহজনক ব্যবহার করতে শুরু করে। এসময় এলাকাবাসী তাদের আটক করে। পরে দড়ি দিয়ে বেঁধে তাদের মাথার চুল কেটে দেওয়া হয়। পুলিশ এসে ওই দুই যুবককে থানায় নিয়ে যায়। তাদের কাছ থেকে মোটরসাইকেল চুরির জন্য তৈরিকৃত বিশেষ চাবি উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন

আটক মিজান বলেন, “এই প্রথম মোটরসাইকেল চুরি করতে এসেছি। এর আগে কখনো চুরি করিনি। ইউটিউব দেখে মোটরসাইকেল চুরির কৌশল শিখেছি।”  

মোটরসাইকেলটির মালিক সরকারি ভূষণ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আরিফুল ইসলাম বলেন, “আমি মোটরসাইকেল রেখে কিছুটা দূরে কাজ করছিলাম। এসে দেখি মোটরসাইকেলের ঘাড়ের তালা ভাঙা। এরপর দেখি স্থানীয়রা দুই চোরকে ধরে রেখেছে।”

কালীগঞ্জ থানার ওসি শহিদুল ইসলাম হাওলাদার বলেন, “এলাকাবাসী দুই চোর ধরে পুলিশের কাছে সোপর্দ করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ায় আ‘লীগ নেতা ডা মিল্লাতকে আটক করে ডিবিতে সোপর্দ করলেন এনসিপি নেতারা

বগুড়ার নন্দীগ্রামে চার কিলোমিটার কাঁচা রাস্তায় ভোগান্তি লাখো মানুষের

‘তুমি রবে নীরবে’ মিউজিক ভিডিওর দৃশ্যে সহশিল্পীর সঙ্গে মৌ

সাবলিা কী পারবনে

বগুড়ার দুপচাঁচিয়ায় স্ত্রীর যৌতুকের মামলায় স্বামী গ্রেফতার

এবার নিজের প্রথম আইটেম সং নিয়ে তামান্না প্রমি