ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

ভারতীয় পণ্য পরিবহনে সব পথ নিষিদ্ধ করলো পাকিস্তান

ভারতীয় পণ্য পরিবহনে সব পথ নিষিদ্ধ করলো পাকিস্তান, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তান সরকার তাদের স্থল, সমুদ্র এবং আকাশপথ ব্যবহার করে ভারতীয় পণ্য পরিবহন সম্পূর্ণভাবে নিষিদ্ধ করেছে। 

রোববার (৪ মে) দেশটির বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা এক বিজ্ঞপ্তির বরাতে ডনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ভারত থেকে সরাসরি কিংবা তৃতীয় কোনো দেশের মাধ্যমে ভারতের পণ্য পাকিস্তান হয়ে যাতায়াত করতে পারবে না। একই সঙ্গে তৃতীয় দেশ থেকে পাকিস্তানের ভূখণ্ড ব্যবহার করে ভারতে পণ্য পাঠানোর পথও বন্ধ করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সিদ্ধান্ত দেশের জাতীয় নিরাপত্তা ও জনস্বার্থ রক্ষার অংশ হিসেবে নেওয়া হয়েছে। তবে যেসব পণ্যের ঋণপত্র (এলসি) ইতোমধ্যে ইস্যু করা হয়েছে, সেগুলো এই নিষেধাজ্ঞার বাইরে থাকবে।

নতুন নিষেধাজ্ঞার আওতায় ভারতীয় পণ্য পরিবহনের জন্য পাকিস্তানের সড়ক, আকাশ ও নৌপথ ব্যবহারে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এর পাশাপাশি ভারতের পতাকাবাহী কোনো জাহাজ পাকিস্তানের বন্দরে প্রবেশ করতে পারবে না এবং পাকিস্তানি পতাকাবাহী জাহাজও ভারতের কোনো বন্দরে যেতে পারবে না। পাকিস্তানের মেরিটাইম অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের অধীন পোর্টস অ্যান্ড শিপিং উইং এক নির্দেশনায় জানায়, প্রতিবেশী দেশের সঙ্গে সাম্প্রতিক সামুদ্রিক উত্তেজনার প্রেক্ষাপটে দেশটির সমুদ্রসীমা, অর্থনৈতিক স্বার্থ ও সার্বভৌমত্ব রক্ষায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়, কোনো ব্যতিক্রমী বা বিশেষ পরিস্থিতিতে আলাদাভাবে বিবেচনা করে অনুমোদন দেওয়া হতে পারে।

আরও পড়ুন

এ নিষেধাজ্ঞার পেছনে সাম্প্রতিক ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর ভয়াবহ হামলার প্রেক্ষাপট উল্লেখযোগ্য। ওই হামলায় অন্তত ২৬ জন প্রাণ হারান। ভারত এই হামলার জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ অভিযোগটি দৃঢ়ভাবে অস্বীকার করেছে এবং ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। দুই দেশের মধ্যে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে এই নিষেধাজ্ঞা দক্ষিণ এশিয়ার ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি করেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খুবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামে পুলিশের সঙ্গে ছাত্রসেনার সংঘর্ষে রণক্ষেত্র; আটক ১৫   

সনি আইএমএক্স৮৮২ সেন্সরের পারফেকশন এখন হাতের মুঠোয়

নেপালে ৭ম আন্তর্জাতিক ইএলটি এ্যান্ড এ্যাপলায়েড লিঙ্গুইস্টিকস কনফারেন্সে অংশ নিলেন বাংলাদেশের তিন প্রভাষক

ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ২১ মে

মাদ্রিদ ওপেন দিয়েই শিরোপার সূচনা করলেন ক্যাসপার রুড