নেপালে ৭ম আন্তর্জাতিক ইএলটি এ্যান্ড এ্যাপলায়েড লিঙ্গুইস্টিকস কনফারেন্সে অংশ নিলেন বাংলাদেশের তিন প্রভাষক

নেপালের রাজধানী কাঠমান্ডুর ত্রিভূবন বিশ্ববিদ্যালয়ের ৭ম আন্তর্জাতিক ইএলটি এ্যান্ড এ্যাপলায়েড লিঙ্গুইস্টিকস কনফারেন্সে অংশ নিয়েছেন ব্র্যাক এবং নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর তিন প্রভাষক আহমেদ অস্মিতা তাইমী,পৃথ্বী আগ্নেশ রোজারিও এবং ইয়াছিন শাহা নেওয়াজ সেলিম।
৩-৪ মে ২০২৫ অনুষ্ঠিত দুই দিনব্যাপী এই কনফারেন্সে তাদের একটি রিসার্চ পেপার উপস্থাপিত হয়েছে। পেপারের বিষয় বস্তুু ছিলো কনফারেন্সের থিম "চেইঞ্জিং ইকোলজি ইন ল্যাংগুয়েজ এডুকেশন: রিসার্চ, ইনোভেশন এ্যান্ড এপ্লিকেশন" ভিত্তিক।
আরও পড়ুনএটি ছাড়াও আগামী আগস্ট মাসে তাদের আরো একটি রিসার্চ পেপার ২৩ তম এশিয়া টিইএফএল কনফারেন্স, হংকং এ উপস্থাপিত হবে।প্রেস রিলিজ। ক্যাপশন: ত্রিভুবন বিশ্ববিদ্যালয়ের ইংরেজি শিক্ষা বিভাগের প্রধান ড. গোপাল প্রসাদ পান্ডের সাথে বাংলাদেশের প্রভাষকরা তাদের গবেষণাপত্রের সফল উপস্থাপনার পর।
মন্তব্য করুন