ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দরকার হবে না : পুতিন

ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের দরকার হবে না : পুতিন, ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক ডেস্ক : ইউক্রেনে আগ্রাসন চালানোর পর রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছিলেন, রাশিয়ার ভূখণ্ড রক্ষার জন্য তিনি পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে প্রস্তুত। তবে এখন তার আশা, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন পড়বে না। যুদ্ধ শেষ করার মতো রাশিয়ার কাছে যথেষ্ট শক্তি ও সম্পদ আছে বলেও মন্তব্য করেছেন তিনি। রোববার (৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

পুতিন রোববার জানিয়েছেন, ইউক্রেনে পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রয়োজন হবে না বলে তিনি আশা করছেন। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত একটি ডকুমেন্টারি চলচ্চিত্রের অংশে সাংবাদিক পাভেল জারুবিনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। সেখানে পুতিন বলেন, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধে এখনও এমন অস্ত্র ব্যবহারের প্রয়োজন হয়নি। পুতিন বলেন, ওরা (পশ্চিমা দেশগুলো) আমাদের উসকানি দিতে চেয়েছিল, আমাদের ভুল করাতে চেয়েছিল। কিন্তু সেই অস্ত্র ব্যবহার করার প্রয়োজন হয়নি। আশা করি ভবিষ্যতেও হবে না।

তিনি দাবি করেন, রাশিয়ার কাছে যথেষ্ট শক্তি ও সম্পদ আছে যাতে রাশিয়ার প্রয়োজনীয় ফলাফল দিয়ে যুদ্ধের শেষ করা যায়। পুতিন আরও বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে পুনর্মিলন অনিবার্য, যদিও তিনি স্বীকার করেন-এই যুদ্ধের চতুর্থ বছরে এসে দুই দেশই অনেক বেদনার অভিজ্ঞতার মধ্যে দিয়ে যাচ্ছে। তিনি পশ্চিমাদের অভিযুক্ত করেন, ২০০০-এর দশকে তারা রাশিয়াকে টুকরো টুকরো করার ষড়যন্ত্র করেছিল। তার দাবি, পশ্চিমা প্রতিদ্বন্দ্বীরা চালাকির সঙ্গে এক কথা বলেছে, কিন্তু করেছে অন্য কিছু।

আরও পড়ুন

পুতিন দাবি করেন, ২০১৪ সালে রাশিয়ার ক্রিমিয়া অধিগ্রহণ বাধ্যতামূলক ছিল। তার ভাষায়, অন্য কোনও পদক্ষেপ মানে হতো সেখানে থাকা মানুষদের ছিন্নভিন্ন করে দেওয়ার জন্য ছেড়ে দেওয়া।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্ঘটনায় গুরুতর আহত ইন্ডিয়ান আইডল’ বিজয়ী পবনদীপ

স্ত্রীসহ পাপনের বিরুদ্ধে মামলা

ফেসবুকে গান পোস্ট করে সাংবাদিকের জে-ল: প্রতি-বাদে সাংবাদিকদের মানববন্ধন | Daily Karatoa

এবার আরেকটি নদীর পানিপ্রবাহ বন্ধ করে দিলো ভারত

বলিউড ইন্ডাস্ট্রিকে ‘চোর’ আখ্যা দিলেন নওয়াজউদ্দিন

১২শ’ কিলোমিটার পাল্লার নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন তেহরানের