ভিডিও সোমবার, ০৫ মে ২০২৫

আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

আলিফ হত্যা মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর নির্দেশ, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক: চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ খুনের মামলায় সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করে আদালত। আজ সোমবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. আলমগীরের আদালত ভার্চুয়ালি শুনানি শেষে এই আদেশ দেন।

এর আগে গতকাল রোববার সন্ধ্যায় আদালতে আবেদন জমা দেয় পুলিশ। আগামীকাল মঙ্গলবার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে অপর তিন মামলায় ভার্চুয়ালি শুনানির দিন ধার্য করেছেন আদালত।চট্টগ্রাম মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) মফিজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নগরীর কোতোয়ালি থানার আইনজীবী হত্যা মামলায় তদন্ত কর্মকর্তা চিন্ময় দাসকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন। ভার্চুয়ালি শুনানি শেষে আবেদন মঞ্জুর করেছেন আদালত।

 তিনি আরও বলেন, পুলিশের কাজে বাধাদান, আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলাসহ তিন মামলায় চিন্ময়কে গ্রেপ্তার দেখানোর আবেদনের শুনানি হবে আগামীকাল মঙ্গলবার।

আরও পড়ুন

২০২৪ সালের ৩১ অক্টোবর চট্টগ্রাম নগরীর চান্দগাঁও মোহরা ওয়ার্ড বিএনপির তৎকালীন সাধারণ সম্পাদক ফিরোজ খান বাদী হয়ে কোতোয়ালি থানায় চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীসহ ১৯ জনের বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননার রাষ্ট্রদ্রোহের অভিযোগে ওই মামলা করেন। এ মামলায় চিন্ময় কৃষ্ণকে ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়।গত বুধবার রাষ্ট্রদ্রোহ মামলায় চিন্ময় দাসের জামিন প্রশ্নে রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট রায় দেন। ফলে ওই মামলায় চিন্ময় কৃষ্ণ দাস জামিন পান। তবে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত চেয়ে আবেদন করেছে রাষ্ট্রপক্ষ। এ আবেদনের ওপর আপিল বিভাগের চেম্বার আদালতে আজ শুনানি দিন ধার্য থাকলেও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী এম আই ফারুকীর মৃত্যুতে তার প্রতি শ্রদ্ধা জানাতে সুপ্রিম কোর্টে বিচারিক কার্যক্রম অধাবেলার পর স্থগিত রাখা হয়। এতে রাষ্ট্রদ্রোহ মামলায় হাইকোর্ট থেকে জামিন পাওয়া সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের জামিন আদেশের বিরুদ্ধে আজ চেম্বার আদালতে শুনানির কথা থাকলেও তা হয়নি।

আদালত সূত্র জানায়, ২০২৪ সালের ২৬ নভেম্বর সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় দাসের জামিনকে কেন্দ্র করে সংঘর্ষের মধ্যে আইনজীবী সাইফুলকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ হত্যার ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা করেন। এ ছাড়া পুলিশের ওপর হামলা, কাজে বাধা এবং আইনজীবী ও বিচারপ্রার্থীদের ওপর হামলা ও ককটেল বিস্ফোরণের ঘটনায় আরও পাঁচটি মামলা হয়। ছয়টি মামলায় গ্রেপ্তার হন ৫১ জন। তাদের মধ্যে হত্যায় জড়িত অভিযোগে ২১ জন গ্রেপ্তার রয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে অভ্যর্থনা জানাতে প্রস্তুতি, নেতাকর্মীদের জন্য যে নির্দেশনা

লিগ চ্যাম্পিয়ন লিভারপুলকে হারিয়ে দিলো চেলসি

ভারতীয় পণ্য পরিবহন পাকিস্তানের সব পথ নিষিদ্ধ

কাতার সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

তিন শিশুসহ আরও ১৬ ফিলিস্তিনিকে হত্যা

চিকিৎসকদের প্রেসক্রিপশনে ওষুদের জেনেরিক নাম লিখতে হবে : সংস্কার কমিশন