ভিডিও বৃহস্পতিবার, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে যৌথবাহিনী অভিযানে আটক ১৪

গোপালগঞ্জে যৌথবাহিনী অভিযানে আটক ১৪, ছবি: সংগৃহীত।

মফস্বল ডেস্ক : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঘোষিত জুলাই পদযাত্রা কর্মসূচিকে ঘিরে গতকাল বুধবার গোপালগঞ্জে দিনভর উত্তেজনা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত কোনও মামলা না হলেও ১৪ জনকে আটক করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির মো. সাজেদুর রহমান। জানান, গতকালের সংঘাতের ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। এ ঘটনায় সদর থানায় মোট ১৪ জন আটক আছেন। গতকাল রাত ৩টার দিকে যৌথবাহিনী তাদের থানায় হস্তান্তর করে। আপাতত শহরের পরিবেশ শান্ত আছে।

এদিকে, গোপালগঞ্জে চলছে ২২ ঘণ্টার কারফিউ। থমথমে পরিস্থিতি বিরাজ করছে জেলাটিতে। প্রয়োজনে ঘরের বাইরে বের হচ্ছেন মানুষ; তবে সে সংখ্যা খুবই সীমিত। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশে বুধবার (১৬ জুলাই) দিনভর দফায় দফায় হামলা, সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের পর রাত থেকে চলছে কারফিউ। বৃহস্পতিবার (১৭ জুলাই) সকালে সেখানে থমথমে পরিবেশ দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সড়ক-বাজারে লোকজনের উপস্থিতি বেড়েছে। সড়কের ওপর থেকে ইট, বাঁশ ও কাঠের টুকরা সরাচ্ছেন পৌরসভার পরিচ্ছন্নতাকর্মীরা।

আরও পড়ুন

জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রা ঘিরে গতকাল বুধবার দিনভর দফায় দফায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা এ হামলা চালিয়েছে। হামলাকারীদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষে চারজন নিহত এবং অন্তত ৯ জন গুলিবিদ্ধসহ অর্ধশতাধিক ব্যক্তি আহত হন।

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অধিনায়কত্ব পেলেন সাকিব আল হাসান

চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও ১০ জন হাসপাতালে ভর্তি

সুস্বাদু কাঁঠালের বড়া তৈরির সহজ রেসিপি

সুস্বাদু কাঁঠালের বড়া তৈরির সহজ রেসিপি

বিএনপির বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে রংপুরে যুবদলের বিক্ষোভ

পাইরেসির শিকার ব্যাচেলর পয়েন্ট নেওয়া হয়েছে আইনি ব্যবস্থা