দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় বৃদ্ধ নিহত

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় আবুল হোসেন (৭২) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে গতকাল শুক্রবার বিকেলে দিনাজপুরের ঘোড়াঘাট সড়কে নবাবগঞ্জ থানাধীন মতিহারা নামক বাজারে।
বৃদ্ধ আবুল হোসেন উপজেলার পুটিমারা ইউনিয়নের মতিহারা (পরানদিঘি) গ্রামের মৃত আছর উদ্দিনের ছেলে। পুটিমারা ইউপি সদস্য কবিরুল ইসলাম জানান, গতকাল শুক্রবার বিকেলে আবুল হোসেনকে একটি মোটরসাইকেল সজোরে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
আরও পড়ুনউন্নত চিকিৎসার জন্য তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাতে তিনি মারা যান। নবাবগঞ্জ থানার এস.আই মাহমুদুর রহমান জানান, এ ঘটনায় দিনাজপুর সদর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
মন্তব্য করুন