ফেনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

ফেনীর দাগনভূঞায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২ মে) দুপুরে উপজেলার ইয়াকুবপুর ইউনিয়নের হাটপুকুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
তারা হলো -মিজি বাড়ির সাইফুল ইসলামের ছেলে নাফিজ (১০) ও নিজাম উদ্দিনের ছেলে ইয়াছিন (১০)। তারা সম্পর্কে চাচাত ভাই।
পারিবারিক সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে শিশুদের বাবারা জুমার নামাজে গেলে তারা পুকুরে গোসল করতে নামে। একপর্যায়ে পানিতে ডুবে তারা মারা যায়। পরে লাশ ভেসে উঠলে স্থানীয়রা উদ্ধার করে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়।
আরও পড়ুনএ বিষয়ে দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন