সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অবৈধভাবে প্রাথমিক বিদ্যালয়ের গাছ বিক্রির অভিযোগ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি : সিরাজগঞ্জের উল্লাপাড়ার ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেওয়ার হোসেনের বিরুদ্ধে অবৈধভাবে স্কুলের ১৮টি গাছ বিক্রি করার অভিযোগ উঠেছে। এলাকাবাসী গতকাল বুধবার এ ব্যাপারে উপজেলা প্রশাসনের কাছে অভিযোগ করেছেন। প্রধান শিক্ষক বলছেন কর্তৃপক্ষের সাথে কথা বলেই তিনি বিধি মোতাবেক গাছ বিক্রি করেছেন। উপজেলা শিক্ষা অফিস থেকে বলা হয়েছে প্রধান শিক্ষককে গাছ বিক্রির অনুমতি দেওয়া হয়নি।
এলাকাবাসীর পক্ষে দুর্গানগর ইউনিয়ন পরিষদের সদস্য সাইদুল ইসলাম অভিযোগ করেন, উক্ত ইউনিয়নের ভাটবেড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউকে কিছু না জানিয়ে তার স্কুল চত্বরের ১৮টি ইউক্যালিপটাস গাছ দেড় লাখ টাকায় বিক্রি করে দিয়েছেন।
গতকাল বুধবার সকালে ক্রেতারা গাছগুলো কাটতে শুরু করলে গ্রামের লোকজন বিষয়টি জানতে পেরে এগিয়ে এসে এবং গাছ কাটতে বাধা প্রদান করেন। কিন্তু ততক্ষণে কয়েকটি গাছ কাটা হয়ে যায়। এলাকাবাসী এ ব্যাপারে উক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসে অভিযোগ দিয়েছেন।
ভাটবেড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেনের সাথে কথা বললে তিনি জানান, তার স্কুলে ওয়াস ব্লাক বরাদ্দ দেওয়া হয়েছে। ওয়াস ব্লাক নির্মাণের জন্য স্কুল চত্বরের গাছগুলো বিক্রি করতে তিনি ইতোমধ্যে কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন।
আরও পড়ুনউল্লাপাড়া উপজেলা শিক্ষা অফিসে যোগাযোগ করলে উপজেলা শিক্ষা অফিসার ছানোয়ার হোসেন জানান, উক্ত প্রধান শিক্ষক তার দপ্তরে স্কুলের গাছ বিক্রির অনুমতি চেয়ে আবেদন দিয়েছেন। আবেদনটি সিরাজগঞ্জ জেলা শিক্ষা অফিসের মাধ্যমে পাবনা বন বিভাগের কাছে অনুমতির জন্য পাঠানো হয়েছে। তবে অনুমতি পাওয়ার আগেই প্রধান শিক্ষকের গাছ কেটে ফেলা সম্পূর্ণ অবৈধ।
এ ব্যাপারে তদন্ত করে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে কেটে ফেলা গাছগুলো বিদ্যালয় চত্ত্বরে সংরক্ষণ করা হয়েছে। অনুমতি পাওয়ার পর এগুলো নিলামে বিক্রি হবে। উপজেলা নির্বাহী অফিসার আবু সালেহ্ মোহাম্মদ হাসনাত জানান, সরকারি অনুমোদন ছাড়া প্রাথমিক বিদ্যালয়ে গাছ বিক্রি বা কাটার কোন বিধান নেই। বিধি ভঙ্গ হলে প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
সিরাজগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা অফিসার হারুনর রশিদ জানান, গাছ প্রতিষ্ঠানের সম্পদ। প্রয়োজন হলে কাটতে হবে। তবে তার জন্য বিধি মোতাবেক অনুমোদনের প্রয়োজন রয়েছে। বিষয়টি তিনি দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেবেন।
মন্তব্য করুন