কুমারখালীতে ক্ষেতে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

নিউজ ডেস্ক: কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর পদ্মার চরে বজ্রপাতে জহুরুল ইসলাম (৪৫) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) বেলা ১২টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত জহুরুল ইসলাম ওই গ্রামের মৃত চয়েন উদ্দিন মৃধার ছেলে।
আরও পড়ুননিহতের ভাতিজা আনোয়ার কবির বকুল বলেন, ‘‘সকালে অন্য শ্রমিকদের নিয়ে ধান কাটতে পদ্মার চরে যান জহুরুল। হঠাৎ বজ্রপাতে আহত হন তিনি। এসময় অন্য কৃষকরা তাকে উদ্ধার করে চিকিৎসকের কাছে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।’’
কুমারখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলাইমান শেখ বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
মন্তব্য করুন