ভিডিও রবিবার, ৩১ আগস্ট ২০২৫

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ

বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের সূচি প্রকাশ, ছবি: সংগৃহীত।

স্পোর্টস ডেস্ক : পাকিস্তানের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা ছিল বাংলাদেশের। তবে দুই দেশের সমঝোতায় তিন ওয়ানডের পরিবর্তে তারা বাড়তি দুটি টি-টোয়েন্টি খেলবে। অর্থাৎ ওয়ানডে সিরিজ বাতিল, তিন ম্যাচের পরিবর্তে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-পাকিস্তান।

ফরম্যাট নিয়ে কথাবার্তা পাকাপাকি হলেও সূচি ঘোষণা করা হয়নি। আজ বুধবার আসন্ন সিরিজের সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ঘোষণা অনুসারে ২৫ মে শুরু হয়ে এ সিরিজ শেষ হবে ৩ জুন। মূলত, আগামী বছর ভারতের মাটিতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি নিতেই উভয় বোর্ড টি-টোয়েন্টি খেলার সিদ্ধান্ত নিয়েছিল। পাঁচ ম্যাচের এই টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হবে পাকিস্তানের দুটি স্টেডিয়াম-ফয়সালাবাদ ও লাহোরে।

আরও পড়ুন

ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়াম সিরিজের প্রথম ও দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৭ মে। এই স্টেডিয়াম ১৯৭৮ থেকে ২০০৮ সাল পর্যন্ত ২৪টি টেস্ট ও ১৬টি ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। এরপর গত ১৭ বছরে এখানে আর কোনো আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হয়নি। অবশেষে বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ দিয়ে ফয়সালাবাদে আবার প্রাণ ফিরবে। ফয়সালাবাদের ঐতিহাসিক ভেন্যুতে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচটি ছিল ২০০৮ সালের এপ্রিলে। ওই ম্যাচটিও খেলেছিল বাংলাদেশ ও পাকিস্তান। তবে ফরম্যাট ছিল ভিন্ন, ওয়ানডে। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে সিরিজের বাকি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ৩০ মে, ১ ও ৩ জুন। সবগুলো ম্যাচ স্থানীয় সময় রাত ৮টায় শুরু হবে। বাংলাদেশ দল ২১ মে পাকিস্তান পৌঁছাবে এবং ২২ থেকে ২৪ মে ইকবাল স্টেডিয়ামে অনুশীলন করবে।

পাকিস্তানে সিরিজ সূচি :
২১ মে: বাংলাদেশ পুরুষ দল পাকিস্তানে পৌঁছাবে
২৫ মে: প্রথম টি২০, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ (রাত ৮টা)
২৭ মে: দ্বিতীয় টি২০, ইকবাল স্টেডিয়াম, ফয়সালাবাদ (রাত ৮টা)
৩০ মে: তৃতীয় টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)
১ জুন: চতুর্থ টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)
৩ জুন: পঞ্চম টি২০, গাদ্দাফি স্টেডিয়াম, লাহোর (রাত ৮টা)

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রংপুরে এক ঘন্টার বৃষ্টিতে নগরীর অলিগলির সড়কে জলাবদ্ধতা 

পাবনার ভাঙ্গুড়ায় ১২ দিনেও পরিচয় মেলেনি লরির চাপায় নিহত দুই নারীর, চালক-হেলপার গ্রেফতার

বগুড়ার ধুনট পৌর নির্বাহী কর্মকর্তার জমির ধান গাছ কেটে জমি দখলের চেষ্টা

লালমনিরহাটের কাঁচাবাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের দামে অস্থিরতা

পাবনার সুজানগরের পদ্মা নদীতে বিষ দিয়ে মাছ শিকার

রংপুরে হামলার আশঙ্কায় জাতীয় পার্টির কার্যালয়ে নেতাকর্মীদের অবস্থান